প্রলোয়যোদ্ধা - সৌম্য সুন্দর মুখার্জি Proloyjoddha by Soumyasundar Mukhopadhyay

প্রলোয়যোদ্ধা - সৌম্য সুন্দর মুখার্জি Proloyjoddha by Soumyasundar Mukhopadhyay

বই - প্রলোয়যোদ্ধা 
লেখক - সৌম্য সুন্দর মুখার্জি 
জনরা - ফ্যান্টাসি 
প্রকাশক - অরণ্যমন 

বাংলা সাহিত্যে ফ্যান্টাসি কাহিনীর বড় অভাব। যেখানে বিদেশি পটারভার্স, লর্ড অফ দ্য রিংস এর মত সাগা রয়েছে সেখানে বাংলা সাহিত্যে এই জনরা তে সত্যি তেমন কোন কাজ হয়নি। এই অভাব অনেকটা দূর করল প্রলোয়ভার্স।
 ভাবছেন শুধু একটা বই বেরিয়েছে এখনই প্রলোয়ভার্স? আসলে এই কাহিনীর ব্যাপ্তি, চরিত্রের ডেপথ, এবং পাঠককে টান টান ভাবে আটকে রাখার ক্ষমতা এমন যে এই পর এর পার্ট আসবেই।
  কাহিনীর বর্ণনা করছি না করলে পড়ার charm টা চলে যাবে। কিন্ত এক মায়াজগত এর অসম্ভব সুন্দর বর্ণনা, কিছু অসাধারণ চিত্র গল্পটা কে এক নতুন মাত্রা দিয়েছে। পাঠকদের অনুরোধ প্লিজ পড়ুন, আর প্রবেশ করুন সমর গরিমার এই মায়াজগত এ।
রেটিং-4.75/5

রিভিউটি লিখেছেনঃ darth vader

Post a Comment

0 Comments