প্রেতযোনি - তিলোত্তমা মজুমদার Pretjoni by Tilottama Majumder

প্রেতযোনি - তিলোত্তমা মজুমদার Pretjoni by Tilottama Majumder

বই - প্রেতযোনি
লেখিকা - তিলোত্তমা মজুমদার 

বিষয়বস্তু - সুন্দরী নীপা চোদ্দো বছর বয়সে প্রেমিকের হাত ধরে এসে পড়ল এক মধ্যযুগীয় পরিবেশে। সেই জীবন থেকে একদিন পালাল। দ্বিতীয় পুরুষের সঙ্গে আমেরিকায় পাড়ি দিল সমৃদ্ধির টানে। কঠোর সংগ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে তৃতীয় একজনের সঙ্গে জড়িয়ে ফেলল জীবন। প্রত্যেক পুরুষের সন্তান ধারন করতে করতে নিজের মেয়েরই প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল সে। এক অমোঘ প্রশ্ন সমেত চিরঅতৃপ্তির বাস্তব আখ্যান এ উপন্যাস। (Goodreads)

ব্যক্তিগত মতামত - একই গল্পের কয়েকটা চরিত্রের মাধ্যমে বিকৃত ও সুস্থ মানসিকতা তুলে ধরেছেন লেখিকা।

কিন্তু এতো বিপর্যয়ের মুখোমুখি হয়েও নীপা কিছুতেই বাস্তব সম্পর্কে ধারণা করে উঠতে পারলোনা, এটাই যা অনাকাঙ্খিত।

তাছাড়া যে শক্তিশালীভাবে গল্পের গতিপথ শুরু হয়েছিল, সেইসবটাও শেষে এসে কোথায় যেন একটু মিইয়ে গেলো।

তবু, সমাজ সম্পর্কে একপ্রকার ধারণা ও নারীজাতির মনের আভাস পাওয়ার জন্য এই বইটি পড়া যেতেই পারে।
রেটিং - ৩/৫

রিভিউটি লিখেছেনঃ 

Post a Comment

0 Comments