প্রতিশোধের আড়ালে
লেখক - স্মরঞ্জিত চক্রবর্তী
গল্পের বিষয় বস্তু হচ্ছে ডিটেকটিভ টাইপ। ১৮৭৯ ইন্দো আফগান ওয়ার সেখানে কয়েক ভারতীয় বাঙালি বন্ধু যারা ব্রিটিশ সেনাবাহিনী যোধ্যা যুদ্ধে আহত হয়ে হাসপাতালে ভর্তি এবং স্মৃতিচারণ হচ্ছে কি ভাবে তারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে তাদের বিশ্বস্ত বন্ধু কেশবের কাছে এবং আদিনাথ এক বন্ধু প্রতিজ্ঞা করে প্রতিশোধ নেবেই কারণ শুধু ওটার ফাশাবার জন্য নয় এক বন্ধু কে মেরে ফেলার জন্য।
তারপর বিগত ২৭ বছর কেটে গেছে কেশব আজ কলিকানন্দ হয়ে রায়চৌধুরী পরিবারের সম্পত্তির দেখাশোনা করছেন এবং সম্পত্তির উত্তরাধিকারী হয়েছেন কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে প্রতিশোধের উপায় ঠিক চলে আসে তাদের পরিবারের দাবিদারদের আগমনে এবং পুরোনো বন্ধুদের আগমনে। ঘটনা ঘটলো মুরারিমহণ বাবুর শ্রাদ্ধ কাজের দিন। আদিনাথ ও সাঙ্গপাঙ্গ যায় সেখানে প্রতিশোধ নেবে বলে কিন্তু গুলি চললেও পরে পুলিশের জেরায় জানে উনি খুনি নয়। তাই আবার জেরা হয় এবং সেখানে রামনাথ নামে এক লোক বাস করতেন সেই রায়চৌধুরী পরিবারে এবং শেষমেষ গোলকের জেরায় ধরা পড়লেন যে রামনাথ ই খুনি এবং পালাবার পথে কানাকমালার লাঠির আঘাতে মারা যান।
বলে রাখি কনকমালা হচ্ছে রায়চচৌধুরি পরিবারের নায়েবমশাই এর একমাত্র কন্যা এবং যেহেতু উনি শিক্ষিতা তাই উনি ওনার পছন্দ মত বিয়ে করবে এবং করবে গলোককে। গোলক একজন বিএ পাশ করা ছেলে এবং মেজ কাকার সূত্রই এটি পরিবারে কাজ করছে কিন্তু কনকমালা কে ওকেই বিয়ে করতে চায় সেটা বোঝে না। বরং কালিকানন্দ কনক কে b a করতে চায় যেটা ওর অপছন্দ।
যাই হোক আরেকটু লম্বা হলে ভালো হত। রোমাঞ্চটা ধুপ করে জলে একটু থেকেই নিভে গেল। আর একটু আশা ছিল।
Rating : ৬.৫/১০
রিভিউটি লিখেছেনঃ Giant_Snake_ Python
0 Comments
আপনার মতামত লিখুন।