◆ বইয়ের নাম - পাতালপুরান
◆ লেখক - সুপ্রিয় চৌধুরী
◆ প্রকাশক - ক্যাফে টেবিল
◆ ₹ 350
গত কয়েক সপ্তাহ ধরে পড়ে বইটা শেষ করলাম। লেখক 1946 থেকে 2020 সালের মধ্যে কলকাতা সহ পশ্চিমবঙ্গের এক অন্ধকার জগতের কাহিনী তুলে ধরেছেন এই বইয়ের 52 টা অধ্যায়ে।
★লেখার ধরণ মোটামুটি এরকম★
একটা এলাকা --- এলাকায় কোনো মস্তান / বাহুবলির উত্থান --- কোনো রাজনৈতিক দল বা নেতার আশীর্বাদে বাড়বাড়ন্ত --- রাজনৈতিক বা অন্য কোনো বাহুবলির উত্থানের ফলে প্রথমজনের পতন (খুন / অন্ধকার দুনিয়া থেকে বেরিয়ে স্বাভাবিক মৃত্যু)
■ কাদের পড়তে ভালো লাগবে ■
যারা মূলত তথ্যবহুল লেখা পড়তে পছন্দ করেন এবং থ্রিলার/ সাসপেন্স একটু কম হলেও ক্ষতি নেই।
■ কাদের পড়তে মোটামুটি লাগবে ■
যারা তথ্যবহুল লেখা পড়তে অতটা পছন্দ করেন না। থ্রিলার বা গল্প পড়তে বেশি ভালো লাগে।
লেখক লেখার মাঝে বিখ্যাত কিছু বাহুবলির সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা উল্লেখ করেছেন, ঐগুলো পড়তে বেশ ভালো লাগবে। এছাড়া বইটা প্রথম থেকে শেষ অবধি প্রায় একই ধাঁচের লেখা, একটানা পড়তে থাকলে বেশ বোরিং লাগবে।
আমি নিজে দ্বিতীয় দলের। খুব উৎসাহ নিয়ে বইটা পড়তে শুরু করেছিলাম, কিন্তু কয়েকটা অধ্যায় পড়ার পরে বাধ্য হয়ে অন্য বই পড়া শুরু করি। তারপর আবার অল্প অল্প পড়ে শেষ করলাম বইটা।
ব্যক্তিগত রেটিং : 2/5
রিভিউটি লিখেছেনঃ Arc ;)
0 Comments
আপনার মতামত লিখুন।