বই - পাতালকোট
লেখিকা - দীপিকা মজুমদার
মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার তামিয়া তহশিলের অন্তর্গত একটি আদিবাসী অঞ্চল হলো পাতালকোট উপত্যকা। মূল ভূখণ্ড থেকে প্রায় দেড় হাজার ফুট নিচে বারোটি আদিবাসী গ্রাম নিয়ে প্রায় আশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে পাতালকোট। এখানকার বাসিন্দারা মূলত 'ভারিয়া' উপজাতির মানুষ, যাদের প্রধান উপাস্য রাবণপুত্র মেঘনাদ। মারাঠা সৈন্যের গুপ্ত ঘাঁটি হিসেবেও পাতালকোট গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলা যায় জায়গাটি ঐতিহাসিক ও পৌরাণিক দিক দিয়ে রহস্যময়।
চার বন্ধু পূরবী, অনিকেত, দেবকান্তি, বাদশা বিভিন্ন প্যারানর্মাল বিষয় নিয়ে ইউটিউবে ভিডিও বানায়। তাদের সাথে যোগাযোগ করে অনন্য চৌধুরী, তাদের নিয়ে সে যেতে চায় পাতালকোটের রহস্য উন্মোচন করতে। কিন্তু শুধু এইটুকুই কি তার উদ্দেশ্য? বাইরের আধুনিক দুনিয়ার থেকে প্রায় বিচ্ছিন্ন পাতালকোটে কি এমন রহস্য লুকিয়ে আছে যে সেখানে প্রায়ই খুন হয় ? স্থানীয়রা বলেন পাতালকোটের অভিশপ্ত বাড়ি আবার জেগে উঠেছে। কে আছে ওই বাড়িতে বহুকালের জমে ওঠা প্রচন্ড অশুভ শক্তি নিয়ে? চার বন্ধু আর অনন্য কি পারবে প্রাণ নিয়ে বেঁচে ফিরতে?
লেখিকা অসাধারণ ভাবে ইতিহাস, রহস্য ও পৌরাণিক ঘটনার মেলবন্ধন ঘটিয়েছেন। এই বইকে শুধু অলৌকিক বা ঐতিহাসিক বই বলা চলে না। গল্পের পরতে পরতে সুনিপুণ তথ্যের বুননে উঠে এসেছে ইতিহাস, পুরাণ আবার তেমনই কিছু কিছু জায়গায় দমবন্ধ করা ঘটনা পাঠকের মনে আতঙ্কের গা ছমছমে ভাব এনে দিতে পারে। যাঁরা রহস্য বা অলৌকিক গল্প ভালোবাসেন এবং ইতিহাস ও পুরাণ সম্পর্কে তথ্য জানতেও আগ্রহী তাঁদের জন্য বইটি আদর্শ। তবে বইয়ের গল্প এখানেই শেষ নয় । অনেক রহস্যের মীমাংসা হয় না বইয়ের শেষেও। বইমেলা 2022 এ প্রকাশিত "পাতালজাতক" বইটি এই সিরিজের অন্তিম বই। খুব শীঘ্রই বইটি পড়ার ইচ্ছা থাকলো।
রিভিউটি লিখেছেনঃ Sayoni
0 Comments
আপনার মতামত লিখুন।