পঞ্চায়েত টিভি সিরিজ Panchayat TV Series

পঞ্চায়েত টিভি সিরিজ Panchayat TV Series

"অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ"। না, কোনো ছোটগল্পের রিভিউ বা রিয়েকশন লিখতে বসিনি।  TVF এর একটি সিরিজের রিয়েকশন এটা- "Panchayat"।

২০২০ সালে প্রথম সিজন এসেছিলো এর; মারামারি, গালিগালাজ পূর্ণ ওয়েবসিরিজ এর রমরমা তখন, যখন এলো এই 'Panchayat'। এতে না আছে কোনো অতিরিক্ত গালাগালি, মারপিট তো একেবারে নেই বললেই চলে। আছে শুধু একটি গ্রামের কিছু মানুষের কথা। এই সিরিজ যথেষ্ট জনপ্রিয় হয়েছিল,  কেনো জানিনা; মানুষ হয়তো তার নাড়ীর টান খুঁজে পেয়েছিলো পঞ্চায়েতের সাথে। 
সিরিজের ইউএসপি হলো এর গল্প। নিখুঁত, প্রায় ত্রুটিহীন একটা গল্প। যেমন নদী তার আপনবেগে এগিয়ে চলে ঠিক তেমনি পঞ্চায়েত এগিয়ে চলেছে আপন গতিতে। কোথায় এর শেষ কেও জানিনা, চাইও না যে শেষ হোক।
গল্পের মুখ্যচরিত্র "Phulera, Jela Baliya, Uttar Pradesh" এর পঞ্চায়েত সচিব অভিষেক ত্রিপাঠী(আমাদের সবার প্রিয় জিতু ভাইয়া), এনার অভিনয় দক্ষতা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। অবশ্য এই সিরিজের প্রায় সবাই কমবেশি অসাধারন দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন; গ্রামপ্রধান, উপপ্রধান(প্রহ্লাদ), পঞ্চায়েত সহায়ক(বিকাশ), গ্রামপ্রধানের স্ত্রী(যদিও আসল গ্রামপ্রধান ইনিই), গ্রামপ্রধানের মেয়ে(রিংকি), ভূষন , সাথে বাকিরাও। বিশেষ করে রিংকির কথা বলতে হয়, আমি প্রথমবার এনাকে অভিনয় করতে দেখলাম, এর আগে পঞ্চায়েতের প্রথম সিজনের শেষে দেখেছিলাম যদিও। তখন অবশ্য বিশেষ কিছু ছাপ ফেলতে পারেননি( কারণ হিসেবে বলা যেতে পারে বেশি স্পেসও পাননি তখন, কেবলমাত্র দর্শকদের কাছে আত্মপ্রকাশ হয়েছিল তার)। দ্বিতীয় সিজনে অনেক দক্ষতার সঙ্গে অভিনয় করলেন, আশা করাই যায় ইনি অনেকদূর যাবেন। 
প্রথম সিজনের শেষে যেমন টুইস্ট ছিলো এই রিংকি, তেমনি দ্বিতীয় সিজনের শেষেও একটা টুইস্ট আছে, যা দর্শকদের অপেক্ষা করিয়ে রাখবে তৃতীয় সিজনের জন্য। রবিঠাকুরের কথা দিয়ে সেজন্যই লেখা শুরু করেছিলাম।
যারা এখনো সিরিজটা দেখেননি, তারা দেখে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। 

রিভিউটি লিখেছেনঃ a_worshipper_of_goat_Messi

Panchayet (Amazon prime) 
এক অদ্ভুত বাস্তবতা সম্বৃদ্ধ ভীষণ যত্ন করে  একটু একটু করে পঞ্চায়েত সিরিজটি বানানো হয়েছে।দূরে থাকা মা গ্রামের পঞ্চায়েতে চাকুরিরত ছেলে  ঠিক ঠাক খাওয়াদাওয়া করছে কিনা,দুধ খাচ্ছি কিনা মাকে তার প্রমাণ দেওয়া, বন্ধুরা একসঙ্গে বসে আড্ডা মারা,চাকরি করতে করতে নিজের এমবিএ র পড়াশোনা,বন্ধুর দের কোটি টাকার প্যাকেজ শুনে কোথাও নিজের ভাগ্যকে দায়ী করা, "আজ থেকে কম মদ খাব" বলে নিজেরাই হেসে ওঠা, একে অপরের পাশে থাকা, বাবা মেয়ে মা খুনসুটি সম্পর্কের সমীকরণ টা পরিচালক অসাধারণ ভাবে তুলে ধরেছে।সরকারের শৌচালয় পরিকল্পনার মাধ্যমে একজন খুব সাধারণ মানুষের বাড়িতে প্রথম শৌচালয় হওয়ার উত্তেজনা, হঠাৎ প্রিয় মানুষ সামনে চলে এলে ভ্যাবাচ্যাকা খেয়ে যাওয়া, গদিওয়ালা চেয়ার, ঠাণ্ডা বিয়ারের বোতল, মোহনের সিঙ্গারা, জলের ট্যাংকি, কেক সমেত বার্থডে পার্টি... এক সাধাসিধে জীবনের কথা বলে পঞ্চায়েত। যা কিছু আমাদের আছে, আর যা কিছু আমরা চাই, তার মাঝামাঝি গড়ে ওঠে পঞ্চায়েতের দুনিয়া।

লিখেছেনঃ 𝚙𝚛𝚊𝚜𝚞𝚗

Post a Comment

0 Comments