দ্য ওভারকোট
নিকোলাই গোগোল
নিকোলাই গোগোল হলেন একজন রাশিয়ার লেখক। তিনি অনেক নাটক, ছোট গল্প, উপন্যাস লিখেছেন। তাঁর অন্যতম একটি গল্প হল দ্য ওভারকোট। গল্পটি আকাকি আকাকিভিচ নামক এক ক্লার্ককে নিয়ে লেখা। সে রাশিয়ার সিভিল সার্ভিসের এক ডিপার্টমেন্টে কাজ করত। যদিও সে অতি তুচ্ছ কপি করার কাজ করত ও মাঝে মাঝেই সহকর্মীদের কাছে হেয় হতো, সে নিজের কাজ খুব খুশি মনেই করত। রাশিয়াতে যেহেতু খুব ঠান্ডা পরে, ওখানে ওভারকোট পরার প্রয়োজন হয়। আকাকির পুরনো ওভারকোটটা জরাজীর্ণ হয়ে যাওয়ায় সে নতুন একটি বানাতে দেয়। প্রথমে অনেক টাকা খরচ হবে বলে সে কিছুটা বিমর্ষ হয়ে পড়লেও পরে সে খুবই উত্তেজিত ছিল। কিন্তু ঘটনাক্রমে সেই কোটটি হারিয়ে যায় এবং প্রচন্ড ঠান্ডায় সে নিজেও প্রাণ হারায়। সে মৃত্যুর পর ভূত হয়ে ফিরে আসে এবং লোকজনের কোট চুরি করতে থাকে; বিশেষ করে তার এক ঊর্ধ্বতনের যে কোট হারানোর সময় তাকে সাহায্য করেনি। ঘটনাগুলি বিস্তারিত ভাবে জানতে হলে গল্পটি পড়তে হবে।
গোগোল গল্পটিতে অতিপ্রাকৃতিকতা ও surrealism এর মোড়কে সামাজিক স্তরের বৈষম্যকে তুলে ধরেছেন। আকাকির নামটাও তাৎপর্যপূর্ণ। রাশিয়ান ভাষায় আকাকির অর্থ জুতো, যেটা তার তুচ্ছ ও দুর্ভাগ্যজনক জীবনের প্রতীক। লেখক গল্পটিতে অনেক তথ্য ইচ্ছে করে প্রকাশ না করে একটা অস্পষ্ট ভয়ের পরিবেশ সৃষ্টি করেছেন। গল্পটিতে ক্ষমতা, সামাজিক স্ট্যাটাস, সাধারণ মানুষের কষ্ট, লড়াই এই দিক গুলো ফুটে উঠেছে। কোটটি সামাজিক স্ট্যাটাসের প্রতীক,যখন সেটি আকাকির কাছে ছিল তখন সবাই তাকে সুনজরে দেখেছিল। কিন্তু সেটা চুরি হয়ে যাওয়াতে সে আবার তাচ্ছিল্যের শিকার হয়। এছাড়াও লেখক রাশিয়ার bureaucracy এর দুর্নীতির সমালোচনা করেছেন। গল্পটিতে comedy এবং irony এর অদ্ভুত মেলবন্ধন ও লক্ষনীয়।
রিভিউটি লিখেছেনঃ ry
0 Comments
আপনার মতামত লিখুন।