বইয়ের নাম- নোনা বালি চোরা টান
লেখক- সৈকত মুখোপাধ্যায়
প্রকাশনী- অরণ্যমন
মূল্য- ২০০
একরাশ মনখারাপ ও বিরক্তি নিয়ে শেষ করা বইটি মানুষের মনের বিকৃত, জটিল মনস্তাত্ত্বিক দিক, মনের অন্ধকার দিককে উদ্ভাসিত করেছে এবং সেই অন্ধকার বইটি পড়লে আমাদের মনে সামান্য হলেও সংক্রামিত হয়। ডার্ক ফিকশন এর ৬টি গল্প দিয়ে বইটি সাজানো। দুটো নখের দাগ, কিড়া জড়ি, নোনা বালি চোরা টান, পাম্পঘর, ইভিল, আয়না বাগান। প্রতিটি গল্প ভিন্ন ধরনের পটভূমি তে রচিত। গল্প শুরু থেকে শেষ এর দিকে এগোতে এগোতে রংহীন থেকে ধূসর হয়ে কালো করে দেয় সবকিছু। অথচ একবার পড়তে শুরু করলে মোহাচ্ছন্নের মতো শেষ না করে থাকাও যায়না। গল্পগুলো তে রয়েছে অপ্রকৃতিস্থ চরিত্রের অবতারণা তার সাথে বাস্তবের মেলবন্ধন এবং গল্পের শেষে টুইস্ট। যারা ডার্ক ফিকশন পড়তে পছন্দ করেন তারা একবার পড়ে দেখতে পারেন। আশাকরি নিরাশ হবেন না।
রিভিউটি লিখেছেনঃ SM
0 Comments
আপনার মতামত লিখুন।