নাইটির প্রতি বারমুডা
সৈকত মুখোপাধ্যায়
প্রাপ্তবয়স্ক পাঠকদের জন্য হাসির গল্প লেখা সবচেয়ে কঠিন ব্যাপার। একগুচ্ছ হাস্যকর সিচুয়েশনকে কটা লাইনের মধ্যে ঠেসে দিলেই তা হাসির গল্প হয় না। শুধু ব্যঙ্গ-বিদ্রুপ দিয়ে পাতা ভরানােকেও হাসির গল্প বলা চলে না। যথার্থ হাসির গল্পে একটা জোরালাে স্টোরি-লাইন চাই, চাই টানটান এবং মজাদার গল্প।
আর ঠিক এখানেই ‘সৈকত মুখোপাধ্যায়’এর এই সংকলন সার্থক। বর্তমান সময়ে শিশু-কিশোর সাহিত্য, কল্পবিজ্ঞান, হরর, ডার্ক-ফ্যান্টাসি, প্রেম এবং হাস্যরস... এই সবকটি বিষয়েই লেখক হিসেবে সৈকত মুখোপাধ্যায় অন্যতম শ্রেষ্ঠ। এই সংকলনের প্রতিটি গল্পের প্লট বেশ অভিনব এবং সুন্দর করে সাজানো। হাসির গল্প হয়েও, গল্পগুলো পাঠকদের আগ্রহ উস্কে দিয়ে টেনে নিয়ে চলে শেষ লাইন পর্যন্ত।
প্রত্যেকটা গল্প যে সমান মানের তা বলবো না তবে প্রতিটা গল্পই এক অনবদ্য হাস্যরসের পরিসর রচনা করেছে, যা পাঠক নিজের ইচ্ছে মত স্বাদ অনুসারে উপভোগ করতে পারেন।
বিষয় বৈচিত্র্য সত্যি প্রশংসনীয়।
কখনো প্রেমিকার মানভঞ্জনের দিশা দেখাতে কলিযুগে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন তাঁর স্বরচিত 'প্রেমের একান্ন সংকট ও তার সমাধান' হাতে, কোথাও আবার এক আধুনিক মহিলা পেয়েছেন কুন্তীমন্ত্রের হদিশ। যা দিয়ে তিনি যেকোনো কাঙ্ক্ষিত পুরুষকে ডেকে আনতে পারেন নিজের শয়নকক্ষে। কোথাও আবার ক্লিওপেট্রার ক্লোন করতে উদ্যত এক বৈজ্ঞানিক কোথাও আবার এক নাইটির প্রতি বারমুডার প্রেমপত্র। বিষয় গুলো যতই আজগুবি লাগুক, একবার পড়তে শুরু করলে অনাবিল আনন্দ আর লেখকের রসবোধ আপনি উপভোগ না করে পারবেন না। সত্যি মিথের উর্ধ্বে উঠে প্রত্যেকটি গল্প হয়ে উঠবে আপনার ঠোঁটের হাসির কারণ।
সংকলনের যে গল্পগুলো আমার ব্যক্তিগত ভাবে বিশেষ ভালো লেগেছে সেগুলো হলো - 'মানভঞ্জন', 'অপহরণের অ আ ক খ', 'কুন্তীমন্ত্র', 'এক্সচেঞ্জ অফার', 'একটি ঐতিহাসিক ভূল' (এটা সেই level এর) আর 'নাইটির প্রতি বারমুডা'।
জীবনের যাঁতাকলে পেষিত হয়ে যখন আপনি বিধস্ত তখন নিজেকে পরিত্রাণ দেওয়ার জন্য হাতে তুলে নিতেই পারেন এই সংকলন, ঠকবেন না।
রিভিউটি লিখেছেনঃ Sudipto
0 Comments
আপনার মতামত লিখুন।