মৃত্যুর নিপুণ শিল্প - সৈকত মুখোপাধ্যায় Mrityur Nipun Shilpa by Saikat Mukhopadhyay

মৃত্যুর নিপুণ শিল্প - সৈকত মুখোপাধ্যায় Mrityur Nipun Shilpa by Saikat Mukhopadhyay

বই - মৃত্যুর নিপুণ শিল্প
লেখক - সৈকত মুখোপাধ্যায়

   এই গ্রুপ থেকেই রিভিউ পড়ে এই বইটি সম্পর্কে আগ্রহ জন্মায়। এই বইটি তিনটি বড়ো গল্প দিয়ে সাজানো,প্রথম দুটি কল্পবিজ্ঞান পরেরটি ক্রাইম থ্রিলার।

মৃত্যুর নিপুণ শিল্প - ফ্রি স্কুল স্ট্রিটের অনামী অ্যান্টিক শপে পাওয়া কয়েকটি মাদার অফ পার্লের তৈরি পুতুল যা ছিল অবিশ্বাস্য রকমের নিখুঁত এবং প্রায় জীবন্ত। এই পুতুল কে বানায়? কোথায়ই বা সেই শিল্পী? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে, কিন্তু নির্মম মূল্যের বিনিময়ে।

মাননীয় অমানুষ -  উত্তরবঙ্গের নীলপাড়া স্কুলের শিক্ষক ছিলেন অনন্ত মিত্র। তাঁর মৃত্যুর পর তাঁর জীবন সম্পর্কে তথ্য সংগ্রহ করার সময় জানা যায় তাঁর সম্পর্কে কেউ কিছুই জানে না। এই তথ্য সংগ্রহের ভার পড়ে সাংবাদিক সায়ন দেবনাথের উপর, এক মহাজাগতিক রহস্যগাথা উন্মোচিত হয়।

ঘাতকের মুখ - সাঁওতাল পরগনার এক অখ্যাত গ্রামে ছুটি কাটাতে গেছিল ছয়জন প্রাপ্তবয়স্ক নরনারী ও এক বালক। দয়াল বাংলোয় ঘটতে থাকে কিছু অতিপ্রাকৃত ঘটনা, মারা যায় দুজন। কুড়ি বছর পর সত্য খুঁজতে বেরোয় সেই বালক।

গল্পগুলোর প্রত্যেকটির বিষয়বস্তু নতুনত্বপূর্ণ, সৈকতবাবুর লেখার গতির জন্য একলাইন ও একঘেয়ে লাগেনি, ওঁর লেখার বর্ণনা এতটাই পিকটোরিয়াল যে বহু ঘটনা যেন চোখের সামনে ভাসে। মোটের উপর সুখপাঠ্য, থ্রিলার প্রেমীরা পড়ে দেখতেই পারেন।

রিভিউটি লিখেছেনঃ Rupa

Post a Comment

0 Comments