মরিয়ার্টি : অ্যান্টনি হরউইৎজ, মো: ফুয়াদ আল ফিদাহ Moriarty: Anthony Horowitz, Md. Fuad Al Fidah

মরিয়ার্টি : অ্যান্টনি হরউইৎজ, মো: ফুয়াদ আল ফিদাহ Moriarty: Anthony Horowitz, Md. Fuad Al Fidah


উপন্যাস: মরিয়ার্টি 
লেখক: অ্যান্টনি হরউইৎজ 
বাংলা অনুবাদ: মো: ফুয়াদ আল ফিদাহ 
প্রকাশক: ভূমিপ্রকাশ (২০২০) {বাংলাদেশ} 
প্রচ্ছদ: সজল চৌধুরী 


গল্পের বিষয়বস্তু: ১৮৯১ সালে লণ্ডনের হাইগেটে নৃশংসভাবে খুন হয় জনাথন পিলগ্রিম নামে এক আমেরিকান যুবক, পেশায় যে মার্কিন প্রাইভেট গোয়েন্দা সংস্থা 'পিঙ্কারটন এজেন্সি'তে কর্মরত ছিল। এর কয়েকদিন পর সুইজারল্যান্ডের মাইরিনজেনে এসে উপস্থিত হন ফ্রেডেরিক চেজ নামে একজন গোয়েন্দা, যিনিও 'পিঙ্কারটন এজেন্সি'তে কর্মরত। মাইরিনজেনে অবস্থিত রাইখেনবাখ ঝর্ণায় কয়েকদিন আগেই সলিল সমাধি হয়েছে বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস ও তাঁর প্রতিদ্বন্দ্বী প্রফেসর মরিয়ার্টির। মাইরিনজেন গ্রামের থানায় চেজের সাথে পরিচয় হয় লণ্ডনের পুলিশ অফিসার অ্যাথেলনি জোনসের। জোনসের তদন্তপদ্ধতি অনেকটা হোমসের মত। চেজ হোমসকে বলেন, হোমস ও মরিয়ার্টির শূন্যতার সুযোগে লণ্ডনের অপরাধ জগতের নিয়ন্ত্রণ হাতে নিতে চাইছে আমেরিকার কুখ্যাত অপরাধী ক্ল্যারেন্স ডেভারো। এটাও বলেন হোমস ও মরিয়ার্টির মৃত্যুর সময় সেখানে উপস্থিত ছিল ডেভারো। হোমসের নামে যার মৃতদেহ পুলিশ উদ্ধার করেছিল তার কোটের গোপন পকেট থেকে এক সাংকেতিক চিঠি খুঁজে পান চেজ ও জোনস।

চিঠির সূত্র ধরে তদন্ত শুরু করেন চেজ ও জোনস দুজনে। ক্রমে তাঁরা এক অসম শক্তির বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়েন।

এই উপন্যাসে শার্লক হোমস প্রত্যক্ষভাবে না থাকলেও তাঁর ছায়া পুরো উপন্যাস জুড়ে আছে। কখনও মনে হবে অ্যাথেলনি জোনস-ই হোমস, আবার কখনও মনে হবে চেজ আসলে সেই বিশ্ববিখ্যাত গোয়েন্দা। কিন্তু সত্যিই কি শার্লক হোমস বেঁচে আছে? তিনি কি চেজ বা জোনসের মধ্যেই কেউ? গোয়েন্দাযুগল  কি পারবে ডেভারোকে পরাস্ত করতে? এই সবকিছু নিয়েই এক জমজমাট থ্রিলার-গোয়েন্দা উপন্যাস "মরিয়ার্টি"।

মতামত: বইটি পিডিএফ ফরম্যাটে পড়েছি তাই পেজ কোয়ালিটি বাঁধাই সম্পর্কে ধারণা নেই, তবে প্রচ্ছদটা আমার ভালো লেগেছে। রহস্য উপন্যাস হিসেবে এই উপন্যাসে টিনটান উত্তেজনা শেষ পৃষ্ঠা পর্যন্ত ধরে রেখেছেন লেখক। রহস্যপ্রেমীদের এই উপন্যাস ভালোই লাগবে বলে আমার মনে হয়। অনুবাদের মান যথেষ্ট ভাল ও সাবলীল। বইতে বানান ভুল খুব একটা চোখে পড়েনি। 
রহস্য উপন্যাস হিসেবে এই বইটাকে আমি ৪.৫/৫ রেটিং দেব।

রিভিউটি লিখেছেনঃ Sudip Kr Das

Post a Comment

0 Comments