মিনিমালিস্ট
মাশুদুল হক
রুমি ও মারুফের ভেন্ট্রিলোকুইস্ট এর পরবর্তী রহস্য উপন্যাস।
এই উপন্যাসে দেখা যায় দুটি দল নিজের অস্তিত্ব প্রতিষ্ঠিত করার জন্য তাদের ভয়ঙ্কর কার্যকলাপ। উপন্যাসের শুরুতে থাকে লকড রুম মার্ডার আর সেই মার্ডারের তদন্ত করতে করতে রুমি ও মারুফের হাতে আসে মহারাজা রঞ্জিত সিং এর দরিয়া ই নুর হীরক। তারপর আরও গভীর রহস্যের মধ্যে জড়িয়ে পড়ে। একপাশে খালিস্তানী আন্দোলন ও অন্যপাশে মিনিমালিস্টদের প্রতিষ্ঠিত করার লড়াই। এই উপন্যাস নিউক্লিয় বোমার আতঙ্ক, ক্রুশবিদ্ধ হওয়ার পর ভারতে এসে মৃত্যুবরণ করার থিয়োরি, কোহিনুর হীরে উদ্ধার প্রভৃতি নিয়ে রচিত একটি জমজমাট রহস্য উপন্যাস।
রেটিং -৭/১০
( লেখায় ভুলত্রুটি মার্জনা করবেন)
রিভিউটি লিখেছেনঃ Palash Biswas
0 Comments
আপনার মতামত লিখুন।