মেলানকোলির রাত - কৌশিক সামন্ত Melankolir Raat by Kaushik Samanta

মেলানকোলির রাত - কৌশিক সামন্ত Melankolir Raat by Kaushik Samanta

মেলানকোলির রাত 
কৌশিক সামন্ত 


ভৌতিক গল্প সংকলন। কিছু কিছু গল্পে সত্যি গা ছমছমে পরিবেশ পেয়েছি, কোনো টায় আবার  গভীর অনুভব এর চোরা স্রোত। তবে যে গল্প গুলিতে কিম্ভূত কিমাকার  দর্শনধারী  কিছু রূপ এর বর্ণনা আছে সেগুলোর নারকীয়, বিভৎস রূপ সুখপাঠ্য ছিল না। বৃষ্টি র দিনে গা ছমছমে পরিবেশ এ ভূতের গল্প পড়তে চাইলে একবার পড়ে দেখতেই পারেন..ধন্যবাদ

রিভিউটি লিখেছেনঃ Riya

মেলানকোলির রাত 
লেখক - কৌশিক সামন্ত 
মেলানকোলির রাত বইটি ২০টি ছোটগল্প এবং অণুগল্পের সংকলন । তার মধ্যে কিছু গল্প কিশোর কিছু গল্প অ্যাডাল্ট। প্রতিটা গল্পের বিষয় বা প্লট আলাদা হলেও; মৃত্যু, বিষন্নতা, ভয়, এবং গল্পের শেষে পাঠককে ভাবার সুযোগ করে দেওয়া - এই জিনিস গুলি বইটিকে এক সুতোয় গেঁথে দিয়েছে। ভূতের গল্প তো অনেক পড়ে থাকবেন, তবে ভূতের পাশাপাশি যদি ভয় নিয়ে কারবার হয় তাহলে মেলানকোলির রাত একবার নিয়ে দেখতেই পারেন।

রিভিউটি লিখেছেনঃ Pritam Roy

Post a Comment

0 Comments