লৌকিক নয় অলৌকিক - শুভমানস ঘোষ Loukik Noy Aloukik by Shuvomanos Ghosh

লৌকিক নয় অলৌকিক - শুভমানস ঘোষ Loukik Noy Aloukik by Shuvomanos Ghosh

লৌকিক নয় অলৌকিক
লেখক :- শুভমানস ঘোষ


আজকে যে গল্প বই নিয়ে আমি রিভিউ দিতে চলেছি সেই গল্প বইয়ের শিরোনামের কাছাকাছি (অনেকটাই কাছাকাছি) সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি অত্যন্ত জনপ্রিয় বই আছে। সবসময়ের মতোই অজানা বিষয়ে মানুষের কৌতূহল, জিজ্ঞাসু মনোভাব, যা- লৌকিক এবং অলৌকিক বিষয়গুলি জন্ম দেয়। গল্প বইটির নাম লৌকিক নয় অলৌকিক। লেখক শুভমানস ঘোষ। লেখক এর পরিচিতি পড়ার পর বুঝতে পেরেছি যে লেখক এর মা ছিলেন  বৈষ্ণবসাধক এবং বাবা ছিলেন তন্ত্রসাধক, ছোটবেলা থেকেই যে পরিবেশে তিনি মানুষ হয়েছেন তারই সুফসল হলো 'লৌকিক নয় অলৌকিক'। এখানে স্বামীজি তীর্থানন্দ মহারাজ - তার নিজের জীবনে ঘটা বিভিন্ন  ঐশ্বরিক ঘটনা তুলে ধরেছেন। আর তা লেখক অত্যন্ত সুন্দর ভাবে তুলে ধরেছেন (বিশেষ করে মাতৃ শক্তির আরাধনা)। কখনোই  কাহিনী গুলো পড়ার সময়, আমার  মনে হয়নি কাহিনী গুলো অতিরঞ্জিত। এই ভাবে ১৪ টি কাহিনী তুলে ধরেছেন বিভিন্ন রুপে-যা আপনাকে এক অন্য এক কল্পনার জগতে নিয়ে যাবে। বিশেষ করে ২য় কাহিনী টি আপনার হৃদয়কে স্পর্শ করে যাবে। আশাকরি এই গল্পের বই টি সকল শ্রেণীর পাঠক দের ভালো লাগবে🙏

রিভিউটি লিখেছেনঃ SANTANU ADAK

Post a Comment

0 Comments