লন্ডনের পাড়ায় পাড়ায় - হিমানিশ গোস্বামী Londoner Parai Parai by Himanish Goswami

লন্ডনের পাড়ায় পাড়ায় - হিমানিশ গোস্বামী Londoner Parai Parai by Himanish Goswami

লন্ডনের পাড়ায় পাড়ায়
হিমানিশ গোস্বামী


প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এই গ্রুপ ও তার অ্যাডমিন দের, যাদের নিরলস প্রচেষ্টায় এইধরনের হারিয়ে যাওয়া বাংলা সাহিত্যের মণিমুক্ত আমরা পড়ার সুযোগ পাই, নিজেদের ঋদ্ধ করতে পারি।
পড়ার সাধ ষোলোআনা থাকলেও লেখনী ধারণে সত্যিই অপটু, নেহাত এই গুপ্তধনের আকর থেকে ঘাড় ধাক্কা খেতে হবে বলে এই অক্ষম প্রচেষ্টা এবং তার জন্য আগাম ক্ষমাপ্রার্থী।

কলোনিয়াল টান এর জন্যই হোক, বা অন্য কোনো কারণে, খাস বিলেত বা লন্ডন চিরকালই আম বাঙালির কাছে এক মেদুরতার জায়গা। এই বইতে আসলে লেখকের বিলেত যাপনের ই এক অসাধারণ আখ্যান ধরা আছে। 
হিমানিশ গোস্বামী এর লেখার সঙ্গে যারা অল্পবিস্তর পরিচিত, তারা সকলেই তার হাল্কা চালের পরিমিত রসিকতার রসে জারানো লেখনী ভঙ্গির সঙ্গে সম্যক পরিচিত, এই লেখাও তার ব্যতিক্রম নয়।
সদ্য স্বাধীনতা উত্তর সময়ে লেখকের লন্ডন প্রবাসের জীবনের নানা মুহূর্ত, যাতে আসলে প্রতিফলিত হয় সেইসময়এর আর্থ সামাজিক প্রেক্ষাপট, প্রতিফলিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর লন্ডনের সংকট, সাবেক ইংরেজ এর সামাজিক সাংস্কৃতিক পরিবর্তনের ক্রান্তিকাল তা পাঠকের ভাবনা, বিনোদনের জন্য অঢেল পরিসর দেয়। আর এর সবটাই গুরুগম্ভীর করে নয়, সহজ চালে।
বিভিন্ন চরিত্রের আনাগোনায়, ঘটনার বিন্যাসে, তথ্য ভারাক্রান্ততা সযত্নে পরিহার করে তাদের সরস পরিবেশনে  বড় স্বাদু এই বই। 
তাই আমার মতে একবার ঘুরেই আসুন না সেই সময়ের লন্ডন শহর থেকে এই বই এর হাত ধরে।

রিভিউটি লিখেছেনঃ Tatx87

Post a Comment

0 Comments