কৌতূহল
ত্রিদিবেন্দ্র নারায়ণ চট্টোপাধ্যায়
✳️ কৌতূহল
আকারের দিক থেকে সবথেকে বড়।
কুর্চি,এক সদ্য-বিয়ে করা মেয়ে তার বরের সঙ্গে মুম্বাই এর এক আবাসনে এসেছে নতুন সংসার পাততে। আলাপী হওয়ায়, অনেকের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায়, এবং তাঁদের সে নিজের মনে করে, প্রায় সব ঘটনা শেয়ার করে। প্রতিবেশী একটা পরিবারের দিকে নেহাত কৌতূহলবশত লক্ষ্য রাখতে রাখতেই কুর্চি জড়িয়ে পড়ে একটা মারাত্মক বড়ো মাপের অপরাধের গল্পে।পরতে পরতে দারুন রহস্য হতে থাকে, একদম শেষের দিকে বিশ্বাস ঘাতক কে, বোঝা যায়, একটা দারুন টুইস্ট। গল্পের বুনোট বেশ ভালোই লেগেছে আমার।
✳️ আজকের দেবদাস
প্রধান চরিত্রে- আধুনিক প্রেক্ষাপটে দেবদাস, চুনিলাল, পার্বতী, চন্দ্রমুখী। সাইকোলজিকাল টাইপের। এখানে একটি ওষুধের কথা আছে, সেটা অনেকেই খান। লেখক বেশ পড়াশোনা করেই সাজিয়েছেন।
✳️বাইপাসের পাশে খুন।
ত্রিকোণ প্রেমের জেরে খুন হয়ে এক তরুণী, তরুণ কে পুলিশ গ্রেপ্তার করে, একজন উকিলের তৎপরতায় তিনি মুক্তিপান।
আদপে মনে হলেও, সত্যি কিন্তু এটা না। শেষে জানা যায়, প্রেম টা বহুকোনী।
রিভিউটি লিখেছেনঃ
0 Comments
আপনার মতামত লিখুন।