খুনি ম্যাজিক : সৈকত মুখোপাধ্যায় Khuni Magic by Saikat Mukhopadhyay

খুনি ম্যাজিক : সৈকত মুখোপাধ্যায় Khuni Magic by Saikat Mukhopadhyay

নাম : খুনি ম্যাজিক
লেখক : সৈকত মুখোপাধ্যায়
প্রকাশনী : পত্রভারতী
ধরণ : অ্যাডভেঞ্চার, কিশোর উপন্যাস 
মূল্য : ২৪৯ টাকা
দেশ : ভারত

কেন্দ্রীয় চরিত্র বোধিসত্ত্ব মজুমদার ওরফে বুধোদা কোনো পেশাদার গোয়েন্দা ও বন্দুকবাজ অ্যাডভেঞ্চারার নয়। এক অস্থির বইপোকা। বই পড়ার সুবাদে সে জানতে পারে মানবসভ্যতার নানা ইতিহাস। কিন্তু এই ইতিহাস সে সরেজমিনে খুঁজে দেখতে চায় মানুষের তৈরি বিভিন্ন প্রাচীন বস্তু দেখার মধ্য দিয়ে। যেগুলোকে অ্যান্টিক বলে।

অ্যান্টিক খোঁজার কাজে ছায়াসঙ্গী হয় তার পাড়াতুতো ভাই রুবেন। রুবেনের সমভিব্যাহারে শুরু হয় অ্যান্টিক খোঁজার কাজ।

এই অ্যান্টিক দুষ্প্রাপ্যই নয়, দুর্মূল্যও। তাই লোভী মানুষরা তৎপর কখন তাদের সাথে বাগড়া বাঁধাবে। হলোও তাই। এসব মোকাবিলা করে বুধোদা উদ্ধার করে আনে এক-একটা আশ্চর্য অ্যান্টিক। 

বেশ ঠান্ডা মেজাজের ডিটেকটিভ অ্যাডভেঞ্জার সমৃদ্ধ বই 'খুনি ম্যাজিক'।

রিভিউটি লিখেছেনঃ Afzal Munna

review
অ্যান্টিক আতঙ্ক ( খুনি ম্যাজিক বই)
By সৈকত মুখোপাধ্যায়

অ্যান্টিক আতঙ্ক হলো প্রথম গল্প খুনি ম্যাজিক বইটিতে। বাকি দুটি গল্প পড়া বাকি। গতকাল প্রথম গল্প শেষ করলাম। বেশ বড়ো গল্প।
 একটা নতুন ধরনের সাসপেন্স থ্রিলার গল্প যেখানে পুলিশ আসেনি। গল্পের মূল চরিত্রে - মিসেস সাইগাল , বুধদা, রঘুদা, রুবিক, দিপা ও রহস্যময় স্টুডিও যেখানে ছিল রহস্যময় লেদার ফিল্টার মেশিন। গল্পটা নতুন ধরনের এবং প্রথমবার পরলাম। একজন অ্যান্টিক কালেক্টর ও তার জুনিয়র assistant Rubik niye thriller গল্পগুলো। ভালো লাগলো তবে দারুন লাগলোনা।

ব্যক্তিগত রেটিং : ৬/১০

রিভিউটি লিখেছেনঃ Giant_Snake_ Python:

Post a Comment

0 Comments