কেশব
সৌরভ সিরিজ
লেখক: চেতন ভগত
সিরিজে 3 টে বই প্রকাশিত হয়েছে।
১. Girl in room no 105: কেশব একজন আইআইটিয়ান। কিন্তু সে কোচিং সেন্টারে চাকরি করে এবং তার এই কাজ পছন্দ নয়। কিছু সময় আগে তার গার্ল ফ্রেন্ড তার সঙ্গে সম্পর্ক শেষ করে রঘু নামে এক ছেলের সঙ্গে সম্পর্কে যায়।হঠাৎ একদিন মেয়েটির জন্মদিনে মেয়েটির থেকে মেসেজ পেয়ে তার হোস্টেল এ লুকিয়ে দেখা করতে যায় কেশব। সেখানে গিয়ে দেখে....
এরপর বাকি টুকু পড়তেই হবে। বেশ সুন্দর একটি "who done it" ফর্মুলায় বাঁধা থ্রিলার মিস্ট্রি। সব রকম উপাদান রয়েছে একে আকর্ষণীয় করে তোলবার মত। কমিক টাইমিং ও ভালো।
2. One arranged Murder: কেশব - সৌরভ নিজেদের ডিটেকটিভ এজেন্সি খুলে বসে। ইতিমধ্যে সৌরভ নিজের পছন্দের মেয়ে খুঁজে পেয়েছে। এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কিছু মনোমালিন্য সৃষ্টি হয়েছে। করবা চৌথ এর দিন হঠাৎ করে ছাদ থেকে পড়ে মারা যায় প্রেরণা (সৌরভের গার্ল ফ্রেন্ড)। দুর্ঘটনা নাকি আত্মহত্যা নাকি খুন? খুন হলে দোষী কে?
টানটান দ্রুতগতির এই উপন্যাস অবশ্যই পড়া উচিত। সহজ সরল প্রাঞ্জল ভাষায় লেখা পড়তে আমার বেশ ভালো লেগেছে।
(দুই বন্ধুর জীবন একই রকম। দুজনের ই প্রথম প্রেম খুন হয়। আবার সেটার তদন্তও তারা নিজেরা করে🙃। ভাবা যায়।)
3. 400 days: একটি বাচ্চা মেয়ে সিয়ার অপহরণ করা হয়েছে। সকলে মেনে নিলেও মেয়ের মা মানতে নারাজ তার মেয়ে আর জীবিত নেই। তাই তিনি সাহায্য চান কেশবের। কেশব কী পারবে সৌরভ কে নিয়ে মেয়েটি কে উদ্ধার করতে? কেনো করা হলো অপহরণ? কে ই বা করলো এই ঘৃণ্য অপরাধ?
উপন্যাসে খুবই মারাত্মক একটি টুইস্ট আছে যা পড়ে আমি রীতিমত স্তম্ভিত হয়ে গেছিলাম। আগের দুটি উপন্যাসের থেকে তুলনায় ভালো।
পড়ে ফেলুন। সময়ের অপচয় হবে না।
রিভিউটি লিখেছেনঃ S R D
0 Comments
আপনার মতামত লিখুন।