বই - জোৎস্না পুজো
লেখক - সুকান্ত গঙ্গোপাধ্যায়
একটি বুক রিভিউ চ্যানেল এর সেরা দশ প্রিমিয়ার উপন্যাস এর সোর্স থেকে এই বইটির ব্যাপারে জানতে পারি, এবং বর্ণপরিচয় এর দয়ায় নিমেষেই হাতের মুঠোয় পেয়ে যাই। বইটি একটি আদ্যোপান্ত প্রেমের উপন্যাস। লেখকের লেখা প্রথম বারের জন্য পড়ছি। প্রেমের গল্প হলেও সাথে মিশে আছে মোহ, আশা, স্নেহ, মমতা, ওঠা পড়া, বিশ্বাসঘাতকতা, রোমাঞ্চ ইত্যাদি। গল্পটার মূলপর্ব মূলত একটি ট্রেন ভ্রমণ আর নর্থ বেঙ্গল এর কিছু জায়গায় চরিত্রদের কার্যকলাপের উপর ভিত্তি করে। সাথে আছে কিছু রোমহর্ষক আর কিছু ভালোবাসার স্মৃতিচারণা। এভাবেই গল্প এগোয় এবং শেষ হয় সুখসমাপ্তি দিয়ে। লেখকের লেখনী,গল্পের বাধন,এবং বক্তব্যে উপন্যাস টি এককথায় অসাধারণ। উপন্যাস হিসেবে যথেষ্ট ছোট এবং to the point। তাই সবাইকে একবার পড়ে দেখার রিকোয়েস্ট করছি। আশাকরি ভালো লাগবে।
রিভিউটি লিখেছেনঃ Srijan
0 Comments
আপনার মতামত লিখুন।