জাহান্নমের সওদাগর - কাজল ভট্টাচার্য্য Jahannamer Sawadagor by Kajal Bhattacharya

জাহান্নমের সওদাগর - কাজল ভট্টাচার্য্য Jahannamer Sawadagor by Kajal Bhattacharya

বই - জাহান্নমের সওদাগর 
লেখক - কাজল ভট্টাচার্য্য 

গল্পের মূল ভিত্তি বায়োলজিক্যাল ওয়ার বা জীবাণু যুদ্ধ, যা বিজ্ঞানের উন্নতির সঙ্গে আর ক্ষমতালোভী, যুদ্ধবাজ দেশগুলির প্রশ্রয়ে পরিণত হয়েছে ক্ষুরধার বায়ো টেররিজম বা জীবাণু সন্ত্রাসে।

গল্পের প্রথমে এরকমই এক বায়োটেররিস্ট,গুপ্তচর সংস্থা কেজিবির এক্স-এজেন্ট,রুস্তম কারিমভকে দেখা যায়,যে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর এশিয়ারই একটি দেশের মার্সিনারি হিসাবে সে নেপাল থেকে ভারতের শিলিগুড়িতে ভাইরাস অ্যাটাক করার জন্য মেশিনারি ডেভেলপ করেছে। এই প্রসঙ্গে গল্পের পরবর্তী অংশে ২০০১ সালে নিপা ভাইরাস বিধ্বস্ত শিলিগুড়ির যোগসূত্র টেনেছেন লেখক। 

কাট টু ২০২১, গল্পের বর্তমান প্রেক্ষাপট কোভিড পরবর্তী ভারত,যেখানে বেশ কিছু রাজ্যে ক্রমশ থাবা বসাচ্ছে আরেকটি ভাইরাস জনিত রোগ,যার নাম শিবসাগর ভাইরাস।কলকাতায় ভাইরাস আউটব্রেকের তদন্ত করতে আসা বায়ো ডিফেন্স এজেন্সির সদস্য সায়ন্তন মুখার্জীর হঠাৎ অপহৃত হন,এর সঙ্গে জড়িয়ে যায় বিশিষ্ট সাংবাদিক ও সায়ন্তনের বন্ধু আরশি বসুর নাম।গল্প এগোতে থাকে,আবার দেখা যায় রুস্তম কারিমভ চরিত্রটিকে,কুড়ি বছর পর যাকে আবার ভাড়া করা হয়েছে ভারতে জীবাণু সন্ত্রাস চালানোর জন্য।ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় তার অতীত,তার বিজ্ঞানী থেকে বায়ো টেররিস্ট হওয়ার গল্প। 

বইয়ের অনেকটা জায়গা জুড়ে বেশকিছু দেশ ও তার বিজ্ঞানমহলের জৈব অস্ত্র তৈরীতে গোপন ভূমিকা, ঝুঁকিসর্বস্ব গুপ্তচরবৃত্তি, সন্ত্রাসবাদী সংগঠন ও যুদ্ধবাজ দেশগুলোর জৈব অস্ত্রের চাহিদার ব্যাপারে গল্পের প্লটের সাথে সামঞ্জস্য রেখে আলোচনা করা হয়েছে। তবে এইক্ষেত্রে, অত্যধিক ইনফো ডাম্পিং এর জন্য এরকম থ্রিলারধর্মী লেখার রূদ্ধশ্বাস গতি হ্রাস পেয়েছে কিছু জায়গায়।

রেটিং - ৭.৫/১০

রিভিউটি লিখেছেনঃ ROY'S

Post a Comment

0 Comments