ইতিহাসে ইস্টবেঙ্গল
লেখক-রূপক সাহা
দীপ প্রকাশনী
একজন আদ্যন্ত মোহনবাগান সমর্থক আমি ।কিন্ত know thy enemy এই বাক্য টা তে খুব বিশ্বাস করি তাই এই বইটি প্রকাশ এর সঙ্গে সঙ্গে কিনে পড়ে ফেললাম।
কলকাতা ফুটবল এ পূর্ণাঙ্গ ইতিহাস এর বই বলতে গেলে পাওয়া যায় না সেখানে এই বইটা এক ঝলক টাটকা বাতাস এর মত। ইস্টবেঙ্গল এর ইতিহাস এর 100 বছর এর প্রায় সমস্ত গৌরবজনক অধ্যায় তুলে আনা হয়েছে। পঞ্চপাণ্ডব (আমেদ, সালে, ধনরাজ ভেঙ্কটেশ, আপ্পা রাও) যাঁদের সম্পর্কে আমাদের জেনারেশন প্রায় কিছুই জানে না তাঁদের ইতিহাসে কর্মকান্ডের বর্ণনা খুব সুন্দর ভাবে করা হয়েছে। প্রবাদপ্রতিম কর্মকর্তা (জ্যোতিষ গুহ, নৃপেন দাস, অজয় শ্রীমানি প্রমুখ) কে নিয়ে অধ্যায় অসাধারণ। উপরী পাওনা 100 বছর এর প্রতি বছর এর পূর্ণাঙ্গ দল তালিকা।
খারাপ দিক বলতে দুটো।
এক।। যে বছর গুলোতে ইস্ট বেঙ্গল ব্যর্থ সেই বছর গুলো নিয়ে প্রায় কিছুই লেখা নেই। ১৯৮৬ তা ক্লাব এ কেন রিসিভার বসানো হল সেটা নিয়ে ও কিছু বলা নেই।
দুই।। বিদেশী ক্লাব এর বিরুদ্ধে ইস্ট বেঙ্গল এর সব ম্যাচ এর স্কোর এর অনুপস্থিতি। এ ছাড়া বইটি বেশ ভালো হয়েছে।
রেটিং 4/5
রিভিউটি লিখেছেনঃ darth vader
0 Comments
আপনার মতামত লিখুন।