হিমালয়
লেখক জলধর সেন
বর্ণপরিচয়ের লাইব্রেরী থেকে বহু প্রাচীন এই বইটি সংগ্রহ করে উৎফুল্ল হলাম। বইটি বাংলা সাহিত্যের নতুন শাখার সূচনা করেছিল। বই হিসেবে প্রথম প্রকাশ ১৯০০সালে। আবির্ভাবে বঙ্গবাসীর মন জয় করেছিল। পরিমার্জন পরিবর্ধন করে নতুনভাবে প্রকাশিত মিত্র ও ঘোষ পাবলিশার্স ১৯৯০ সালের বইমেলায়। সংক্ষিপ্ত কাহিনী লেখক দেরাদুনে বসবাস কালে অল্পসময়ের ব্যবধানে মেয়ে ও স্ত্রীর মৃত্যুর পর দুঃখে সামাজিক জীবনে বিগতস্পৃহ হয়ে সন্ন্যাসী হওয়ার জন্য পরিচিত এক সাধুর সাথে ১৮৯০ সালের মে মাসে দেরাদুন থেকে পায়ে হেঁটে হরিদ্বার হৃষীকেশ হয়ে কেদারনাথ ও বদ্রীনাথের পথে রওনা হন এবং প্রতিদিনের যাত্রার পুঙ্খানুপুঙ্খ বিবরণ ডায়েরিতে লিখে রাখেন। অসাধারণ সেই বর্ণনা, সেই সময়ের স্থানিক বিবরণ, পথ চলতি গ্রাম গুলোর সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অবস্থার নিরপেক্ষ বর্ণনা পাঠকদের আবিষ্ট করে রাখে। আজকের পটভূমিকায় তখনকার হিমালয়ের প্রকৃতি ও জনসমাজের চালচিত্র এক নতুনভাবে আবিষ্কার বলে মনে হয়।
বর্তমান প্রকাশনার মূল্যবান সম্পদ এই বইটির উপক্রমণিকা। বইটি পড়তে শুরু করার পর শেষ না হওয়া পর্যন্ত পাঠকের মনে শান্তি আসবে না। ধন্যবাদ বর্ণপরিচয়ের কুশীলবদের এই বইটি সংগ্রহ করে পড়ার সুযোগ করে দেবার জন্য। বইটির রেটিং পয়েন্ট দেওয়ার ধৃষ্টতা আমার নেই।
রিভিউটি লিখেছেনঃ AB
0 Comments
আপনার মতামত লিখুন।