হাঁটার গল্প - সমৃদ্ধ দত্ত Hatar Golpo by Samriddha Dutta

হাঁটার গল্প - সমৃদ্ধ দত্ত Hatar Golpo by Samriddha Dutta

এখনকার লেখকদের মধ্যে যে অল্প কয়েকজনের লেখা কোনো রিভিউ বা পাঠ প্রতিক্রিয়া না দেখেই কিনে নিই তাদের মধ্যে সমৃদ্ধ দত্ত অবশ্যই প্রথমে থাকবেন।
সদ্য শেষ করলাম ওনার লেখা  "হাঁটার গল্প"। 

নিউজ আর সোশ্যাল মিডিয়ার দৌলতে লকডাউনে পরিযায়ী শ্রমিকদের হাঁটার কথা আমরা প্রায় সবাই জেনেছি। কিন্তু তাদের জীবনসংগ্রামের বেশিভাগটাই আজও আমাদের অজানা।

তারা কজন পৌঁছলো গন্তব্যে? কেমন ছিল সেই পরিযায়ী শ্রমিকদের নিরন্তর হাঁটার  অপমানগুলির কাহিনী? এসবই তুলে ধরেছেন লেখক এই বইয়ের মাধ্যমে।

শুধু তাই নয়, ডিজিটাল সোশ্যাল মিডিয়ার আড়ালে অন্য এক ভারতের হেঁটে চলার কাহিনী - জলের জন্য হাঁটা, স্কুলে যাওয়ার হাঁটা, কাজ খোঁজার হাঁটা, কাজ হারিয়ে হাঁটা। এদেশের অন্তহীন হাঁটার গল্প রয়েছে এই বইয়ে।

এটা শুরু থেকে শেষ অবধি একটা মনখারাপ করা বই। লেখক বইটা উৎসর্গ করেছেন সেই ১৬ জন মানুষকে, যাদের হাঁটার গল্পটা কোনো গন্তব্যে পৌঁছয়নি ...
কোনো কল্পকাহিনী হলে হয়তো এগুলো ভুলে যাওয়া যেত, কিন্তু এইসব সত্যি কাহিনীগুলো মনে থেকে যাবে।
 বইটা কিছুটা হলেও আপনাকে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাতে বাধ্য করবে।

বইয়ের নাম - হাঁটার গল্প
সমৃদ্ধ দত্ত
দে'জ
Price ₹300

রিভিউটি লিখেছেনঃ Arc ;):

Post a Comment

0 Comments