এইসব দিনরাত্রি : কৌশিক মজুমদার Eisob Dinratri by Kaushik Majumdar

এইসব দিনরাত্রি : কৌশিক মজুমদার Eisob Dinratri by Kaushik Majumdar

প্রবন্ধ সংকলন :  এইসব দিনরাত্রি 
লেখক : কৌশিক মজুমদার 
পৃষ্ঠা: ৩৫২ 
মূল্য: ₹৪৪৯/- 

এই বইতে মোট ৩৬ টি প্রবন্ধ পাঁচটি বিভাগে সাজানো আছে। লেখক যে একজন বিখ্যাত সাহিত্যিক তা প্রবন্ধের ভাষা পড়লেই সহজেই অনুমান করা যাবে। একটা টানটান উত্তেজনাপূর্ণ থ্রিলার যেমন প্রথম পাতা থেকে শেষ পাতা অবধি পাঠক কে ধরে রাখতে পারে, এই প্রবন্ধ সংকলনেও সেই গুন আছে। তবে প্রবন্ধ সংকলন ভালোলাগা বা না লাগা সম্পূর্ণ নির্ভর করে আপনি সেই বিষয়ে কতটা পড়েছেন ।মোদ্দাকথা প্রবন্ধ পড়ে আপনি যদি নতুন কিছু না জানতে পারেন তাহলে যত সাহিত্য গুণসম্পন্ন লেখাই হোক না কেন আপনার তো ভালো লাগবে না। বর্তমানে বেশ কিছু বাংলা non-fiction পড়তে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। ভালো রিভিউ দেখে বই কিনে বুঝলাম লেখক কিছু তথ্যচিত্র এবং উইকিপিডিয়া থেকে প্রচুর তথ্য নিয়ে সেটা বাংলায় প্রবন্ধ বলে বিক্রি করছেন। আপনি যদি ওই বিষয়ে গুগলে সার্চ করেন তাহলে প্রথম পাতায় যে দশটি লিংক পাবেন তার মধ্যেই সমস্ত কিছু পেয়ে যাবেন, লেখায় আর নতুন কিছু নেই। তবে এইসব দিনরাত্রি একটি ব্যতিক্রম ।নারায়ণ দেবনাথের বেশকিছু অচেনা কমিকসের সাথে পরিচিতি হয়েছে এই বইতে, যে মেগাস্থিনিসের এত কথার ইতিহাস বইতে পড়ানো হয়েছে তার যে কোন বই খুঁজে পাওয়া যায়নি সেটা এখান থেকে জানলাম । আগাথা ক্রিস্টি যে হারিয়ে গিয়েছিলেন এবং প্রায় হিন্দি সিনেমার মতন একটা গল্প তৈরি হয়েছিল সেটাও আমার কাছে নতুন। সত্যজিৎ চর্চায় ভেবেছিলাম নতুন করে কিছু আর পাবো না।  কিন্তু ফেলুদার গল্প প্রণালী এক পাতায় লেখক যেভাবে ব্যক্ত করেছেন তা আপনাকে ফেলুদা সম্বন্ধে নতুন করে ভাবতে বাধ্য করবে। কৌশিক মজুমদার এর প্রতিটি বইতে আমি নতুন প্রচুর বইয়ের সন্ধান পাই, যেগুলো পরের 6মাস আমাকে ব্যস্ত রাখে(তারপর ওনার আরেকটা বই প্রকাশ পায়😊)। এবারের বই থেকে ট্রাভেলস অফ হিন্দু বইটির সন্ধান পাই, এখন বইটা খুঁজে পেলে পড়া শুরু করব। বাঙালির বোর্ড গেমের যে একটা ইতিহাস আছে সেটাও আমার কাছে নতুন ছিল। সাহিত্য ,সত্যজিৎ চর্চা, জীবনী, কার্টুন, কমিকস, অন্যান্য প্রতিটি বিভাগই অনবদ্য। আমার ব্যক্তিগত পছন্দ জীবনী বিভাগটি। এছাড়া আলাদা করে বলবো বইটির প্রোডাকশন কোয়ালিটি নিয়ে, কৌশিক মজুমদার এর বই যখন বুকফার্ম থেকে বের হয় তার কোয়ালিটি সত্যিই খুব ভালো হয়। আমার পড়া  লেখকের এটি দ্বিতীয় প্রবন্ধ সংকলন। নারায়ণ সান্যাল এবং শ্রীপান্থ প্রায় সবই আমার পড়া, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি ভবিষ্যতে এনার লেখা ওনাদের পাশেই রাখা হবে।

আমার রেটিং: ৫/৫

রিভিউটি লিখেছেনঃ Rumpelstiltskin

Post a Comment

0 Comments