নাম: দুধ চা খেয়ে তোকে গুলি করে দেব
লেখক: জাহিদ হোসেন
নামটায় উৎসাহ জেগেছিল তাই পড়ছিলাম, চা এর থেকে বেশি এত পরিমাণে মূল মূত্রের কথা একসাথে বেশি পড়তে পারিনি, সময় লেগে গেল। মলমূত্র সাহিত্য থেকে পুরোপুরি বাদ দেওয়ার কথা বলছি না আমি, স্বাভাবিক প্রাকৃতিক ক্রিয়া সেটা, অল্প পরিমাণে ঠিক আছে, কিন্তু এটা সব সীমা ছাড়িয়ে গেছে, এরপর আসে লেখকের নিতম্বের প্রতি আকর্ষণ, মানুষ তো বটেই গরুকেও ছাড়ে না। তার গল্পের চরিত্রগুলো এরকম অদ্ভুত, ডার্ক কমেডি করতে গিয়ে যা ছড়িয়েছেন, অনেক ভুল তথ্য আছে, অনেক সূত্র কেমন যেন, শেষে আরো উল্টো পাল্টা হয়ে যায়, আর লেখকের লেখনী মোটে ভালো না, অহেতুক বেশি কথা লেখার অভ্যাস যা পড়ার সময় মোটেও প্রীতিকর লাগেনা। বারবার অপ্রাসঙ্গিক কথা বলে বইয়ের সাইজ বড় করা আর উপরের ওগুলো আছেই। আমার পরিচিতরা যারা আগে পড়েছে সবাই সতর্ক করেছিল এসব নিয়ে, তাও নামটা অদ্ভুত তাই পড়লাম। কিন্তু আমিও বারণই করতে চাই এটা পড়তে, যদি না আমার মতো এটার নামে মোহগ্রস্ত হয়ে না পড়েন।
(রিভিউতে কিছু কথা কটু লাগতে পারে)
রিভিউটি লিখেছেনঃ Nandini Biswas
0 Comments
আপনার মতামত লিখুন।