দ্রোহজ - সুপ্রিয় চৌধুরী
নকশাল বিদ্রোহ প্রেক্ষাপটে এই লেখা এই উপন্যাস। সত্তরের দশকে কলকাতা।জ্যোতি বসুর কলকাতা, চারু মজুমদারের কলকাতা। মাকু নকুর লড়াই।
উপন্যাসের কেন্দ্রবিন্দু হল সুদীপ্ত চক্রবর্তী যার বাবা, জেঠু, বড় দাদা সবাই মার্কসবাদী চিন্তাধারায় আসক্ত। সুদীপ্তর বাবা শুধু পার্টীর নির্দেশ পালনের জন্য ভালো চাকরি, বানানো বাড়ি ছেড়ে চলে যায়। সুদীপ্ত যে স্কুলে পড়ে সেই স্কুলের ছাত্র রা নকশাল অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে পড়াশোনা ছেড়ে সমাজ বদলানোর কাজে লেগে পড়ে, নিজেদের প্রাণের কথা না ভেবে ঝাঁপিয়ে পড়ে তথাকথিত বামফ্রন্ট সরকার, কংগ্রেসের বিরুদ্ধে যুদ্ধে। নিজের প্রাণের বন্ধুদের মৃত্যু, দাদার মৃত্যু, ভালোবাসা ছেড়ে চলে যাওয়া এসব ই ঘটতে থাকে সুদীপ্ত এর জীবনে তবূ নিজের আদর্শ থেকে সরে আসেনি এমনকি জেলের শাস্তি কম হবে জেনেও অন্য দলে পা বাড়ায়নি।। শেষে অবশ্য নতুন সরকার গঠনের পর তার ছাড় হয় কিন্তু তার বন্ধু পূর্ণেন্দু জেল থেকে পালিয়ে গিয়েও পালামৌ জেলায় গিয়ে নিজেদের চিন্তাধারা ছড়িয়ে দিতে থাকে।
অসাধারণ একটি উপন্যাস লিখেছেন সুপ্রিয় বাবু। পড়তে পড়তে মনে হচ্ছে চোখের সামনে সবকিছু ঘটছে। আমি কোনো পার্টি সমর্থন করি না কিন্তু কোন নির্দিষ্ট দলের প্রতি দলের সদস্যদের আনুগত্য এখন পাওয়া খুব ই মুশকিল।।
আপনারা অবশ্যই পড়ে দেখুন এই বই। লেখক একটি মাস্টারপিস লিখেছেন।
0 Comments
আপনার মতামত লিখুন।