ধুম্রজাতক
লেখক ছয় জন, যথাক্রমে শান্তনু বন্দ্যোপাধ্যায়, কিশোর ঘোষাল, অরিন্দম দেবনাথ, পুষ্পেন মণ্ডল, কৃষ্ণেন্দু দেব ও দেবজ্যোতি ভট্টাচার্য। সম্পাদনা কৃষ্ণেন্দু দেব।
কাহিনীর বিস্তার ১৮০৩ খৃষ্টাব্দ থেকে ২০১৯ সাল। পটভূমি প্রাচীন বঙ্গদেশ থেকে আধুনিক ভারতবর্ষ। কেন্দ্রে কলকাতা।
সারমর্ম পৃথিবীর গর্ভে মহাকালের তথা শিবের ভ্রূণ অবস্থায় রক্ষিত ধ্বংসের দেবতার জাগরণ, যিনি বর্তমান সৃষ্টির বিনাশ করে আদি প্রকৃতিকে সভ্যতার বিনাশের মাধ্যমে মুক্ত করে অসীমের মাঝে ফিরিয়ে দেবেন। কাহিনীর গঠনে সাহায্য নেওয়া হয়েছে বৌদ্ধ ধর্মের বজ্রযান তন্ত্র ও শৈব তন্ত্রের মেলবন্ধনে। কাহিনীর বিস্তারে পুরাণ ও আধুনিক বিজ্ঞানের বিভিন্ন শাখার সাহায্য নেওয়া হয়েছে। এক কথায় বিজ্ঞান, ইতিহাস ও পুরাণের অনুপম মিশ্রনে রোমাঞ্চকর থ্রিলার। ঝকঝকে, সাবলীল ও টানটান ভাষায় কাহিনীর দ্রুত গতির বিস্তার পাঠকের মনোযোগ আকর্ষণ করে। বিভিন্ন লেখকের বহুমাত্রিক লেখাকে সম্পাদক নিজস্ব শৈলীতে একত্রে সংযোজিত করে একটি মালা গেঁথে পাঠকের দরবারে পেশ করেছেন। অবিশ্বাস্য হলেও পড়তে ভাল লাগে। বইটির প্রচ্ছদ আকর্ষণীয়। প্রচ্ছদ ও সম্পাদকীয় এবং প্রকাশনার ছবি পাঠকদের সুবিধার্থে যুক্ত করা হল।
রিভিউটি লিখেছেনঃ অমিতাভ (AB)
0 Comments
আপনার মতামত লিখুন।