ডাকিনী ভিলা : উপেন হালদার Dakini Bhila by Upen Halder

ডাকিনী ভিলা : উপেন হালদার Dakini Bhila by Upen Halder

রিভিউ:
পুস্তক: ডাকিনী ভিলা
লেখক: উপেন হালদার 


পরিচালনবর্গকে অজস্র ধন্যবাদ এই বইটির সম্পর্কে জানানোর জন্য। পুরনো বই, স্বল্প পঠিত,কিন্তু দারুণ লেখা। 

কথক নিজের বন্ধুর সাথে দেখা করতে যায় ভুতুড়িয়া স্টেশনে। তারপর তার সাথে বন্ধুর দেখা হয়, কথক প্রবেশ করেন বন্ধুর বাড়িতে।তারপর ঘটনাপ্রকৃতি কোনদিকে মোড় নেয় সেই নিয়েই কাহিনী। 

ভাল:
১. দুরন্ত লেখনী, গল্প এগোবে তরতর করে
২. অযথা অত্যধিক চরিত্রের অবতারণা নেই। চরিত্রের আনাগোনা গল্পের প্রয়োজনেই।
৩. লেখকের সাথে সাথে পাঠক ও পৌঁছে যান অকুস্থলে, হাঁটতে থাকেন শালবনের ভেতর, নদীর ধার ঘেঁষে এতটাই ভাল প্রকৃতিবর্ণন

খারাপ:
১. কিছু জায়গা একটু অবাস্তব
২. কিছু কিছু জায়গায় বিদেশি হরর গল্পের ছায়া মেলে, উল্লেখযোগ্য ভাবে ড্রাকুলা গল্পে জোনাথন হারকারের যাত্রাকে মনে করিয়ে দেবে
৩. শেষে একদিনের মধ্যে লাইন ঠিক হয়ে গেল, বিশেষত আগেকার দিনে এটা একটু অতিরঞ্জিত লেগেছে।

তবে খারাপের তুলনায় ভালোর পাল্লা অনেক অনেক বেশি। পড়লে ভালো লাগবে। 

রিভিউটি লিখেছেনঃ PGs Telegram

Post a Comment

0 Comments