বৃষ্টি ও মেঘমালা - হূমায়ূণ আহমেদ Bristi O Meghmala by Humayun Ahmed

বৃষ্টি ও মেঘমালা - হূমায়ূণ আহমেদ Bristi O Meghmala by Humayun Ahmed

বৃষ্টি ও মেঘমালা
হূমায়ূণ আহমেদ

বাংলাদেশের জনপ্রিয় লেখক হূমায়ূণ আহমেদ। যার 'হিমু' সিরিজের অন্যান্য উপন্যাসের মতন এই উপন্যাসটিও বহু চরিত্রের মনস্তত্ব নিয়ে গড়ে উঠেছে।

এরকম একাধিক 'মানবিক' চরিত্রের সমাবেশের কাঠামো তৈরিতে যে সমস্যাটি চিরন্তন তা হল, কোনো চরিত্রকেই আপনি 'খারাপ লোক' দেখতে পারবেন না। কিন্তু, এটা সম্ভব যে, কোনো ঘটনার প্রেক্ষিতে 'অমুক' চরিত্রের 'অমন' করার বিষয়টিতে আপনি হয়তো সহমত হলেন না।কিন্তু যখন আরও তলিয়ে ভাবলেন তখন দেখলেন, আপনিও সেইরকম সময়ে এইরকমই কাজ করতেন বা সিদ্ধান্ত নিতেন। বা অদূর ভবিষ্যতে আপনার বর্তমান অপছন্দের চরিত্রের মতনই ভাবলেন বা করলেন,তখন আপনার হঠাৎ 'অমুক' চরিত্রটির কথা মনে পড়ে গেল।-- এই পুরো বিষয়টিকে লেখককে প্রথম থেকে মাথায় রাখতে হয়।প্রতিবার লেখক নিজে তরল হয়ে সংশ্লিষ্ট চরিত্রের পাত্রে বসে তার রূপ,রস,গন্ধ ,গভীরতা মেপে,তারপর পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত লেখেন। অবশ্যসই খুব একটা সোজা কাজ নয়,তবে অনেক লেখকের জন্য অতটাও কঠিন নয়।যেমন হূমায়ূণ আহমেদ। আপনি যতই এই উপন্যাসের পাতা উল্টাবেন, ততই আপনার মনে 'মেঘমালা' জমবে। আর যদি শেষ পাতাতেও চোখের পাতা না ভেজে আপনার,তাহলে আপনি একটু বেশিই বাস্তববাদী। আচ্ছা, চোখের জল না আসলেও(কান্না অতটাও সোজা নয়), নিদেনপক্ষে আপনি আপনার ঘরের টিউবলাইট বা খোলা জানলা বা চলন্ত সিলিং ফ্যানের দিকে মিনিট দশেক বা পাচেক বোবা দৃষ্টিতে তাকিয়ে থাকবেনই। এরকমটাও যদি আপনার সাথে না হয়, তাহলে আমার বিশ্বাস, এই ইহজগতের এমন কোনো ঘটনাই ঘটেনি আর ঘটবেও না, যা আপনার অপর প্রভাব ফেলতে পারে।আপনি নিজেকে অতিমানব বলেও ভাবতে পারেন।

রিভিউটি লিখেছেনঃ Debjit

Post a Comment

0 Comments