ব্লু ফ্লাওয়ার - অভিক দত্ত The Blue Flower by Abhik Dutta

ব্লু ফ্লাওয়ার - অভিক দত্ত The Blue Flower by Abhik Dutta

ব্লু ফ্লাওয়ার
অভিক দত্ত

Book: Blue flower ১
Abhik Dutta
বই টির review প্রসঙ্গ আসার আগে যেটা আমার মনে হয়েছে, লেখক একটু বেশিই straightforward ভাবে লিখেছেন। একের পর এক তথ্য এবং তাদের interconnection। যদি লেখনী একটু সরস হয় তবে আরো পড়তে ভালোলাগবে।
কাহিনী কিন্তু বেশ নতুন, কাশ্মীর issue। একজন ছাপোষা ছেলে কিভাবে জঙ্গী গোষ্ঠীর জালে জড়িয়ে পড়েন এবং নিজের অজান্তেই ঘটিয়ে যায় বিধ্বংসী বিষ্ফোরণ। গল্পটিতে  একাধারে দেখা যায় কিভাবে ভালোবাসার স্বীকৃতি না পেয়ে কেউ ধ্বংসের পথে এগিয়ে যায় অন‍্যদিকে ভালোবাসার (নিজের দেশকে)জন্য কীভাবে নিজেদের জীবনের সবটা দিয়ে intelligence unit, army রা ধর্মের বেড়াজাল পেরিয়ে উজাড় করে দেন। স্বাদ বদলের জন্য বেশ ভালো গল্প।
Publisher: আদরের নৌকো

রিভিউটি লিখেছেনঃ SM

বিনোদন জগত সম্পর্কে আমার ধারণা ছিল cinematic একটা ব্যাপার বিশেষ করে জেমস বন্ড, শার্লক হোমস, ব্যোমকেশ এই চরিত্র গুলো না পড়লে আমি কিছু থেকে বঞ্চিত হতাম সেই রকমের একটা লেখা পড়ে আমার কাছে মনে হয়েছে সারা 

 ভারত  কাশ্মীর জামাত বাংলাদেশ  জাল বিছানো  আইআইটি passout চরিত্র, সাধারণ ছাপোষা মানুষ সময়ের সাথে sleeper সেল,  সায়ক বসাক  ঐসব মিলিয়ে একটা  সিনেমাটিক প্লট  তিনটি খণ্ডের মাধ্যমে পাঠক দের কাছে উপস্থাপন করেছেন। 

যাদের থ্রিলার পছন্দ তাঁরা নিঃসন্দেহে এটি পড়তে পারেন।

রিভিউটি লিখেছেনঃ TUHIN ROY

ব্লু ফ্লাওয়ার (অভীক দত্ত)
সচরাচর ফেলুদা ব্যোমকেশ কাকাবাবু পড়া আমরা একটা কাল্পনিক ছবি এঁকে নিই গোয়েন্দা শব্দটা মাথায় এলে! যেমন ধরুন ছয় ফুট উচ্চতা চারমিনার, সঙ্গে একজন ডানহাত! এগুলো ছোটবেলা থেকে অনেক পড়া হয়! কিন্তু বাস্তব জীবনের গোয়েন্দা (যাঁদের কাজ আরো অনেক বড়) তাঁদের কথা জানাও দরকার! অভীক দত্তের এই বইটি আধুনিক কালের সিক্রেট এজেন্ট দের নিয়ে দারুণ একটি গল্প! বাকিটা পড়ে দেখে না হয় আলোচনা হবে!

রিভিউটি লিখেছেনঃ S S

Post a Comment

0 Comments