বইয়ের নামঃ ব্ল্যাক বুদ্ধা
লেখকের নামঃ রবিন জামান খান
পাবলিশার্সঃ বইরাগ পাবলিকেশন
জনরাঃ হিস্টরিকাল থ্রিলার
মূল্যঃ 195 ই বুক প্রাইস
প্রথম প্রকাশঃ ২৪ ডিসেম্বর ২০২০
পেজঃ ৪৮৩
রবিন জামান খান এর সময় সিরিজ এর দ্বিতীয় বই টি হলো ব্ল্যাক বুদ্দা (আগের উপন্যাস টির নাম হলো সপ্তরীপু) গল্পের শুরুতে দেখতে পাই অতীত আর বর্তমান পাশাপাশি ভাবে চলে অতীত এ খ্রীষ্ট পূর্ব ১৮০ সালে মৌর্য বন্সের পতন ও শুঙ্গ বংশের শুরু।সেখানে শুঙ্গো সম্রাট এর আদেশে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের নির্বিচারে হত্যা করার আদেশ দেন ও ঘটনা ক্রমে সেই সময় তিব্বত এর প্রধান লামা ডুকমা লামা ভারতে আসেন ও এখানে আসলে তিনি বন্দী হন। ও তাকে উদ্ধার করার জন্য তিব্বতের শ্রেষ্ঠ যোদ্ধা কে পাঠানো হয় যার নাম শামান।
অপরদিকে আসাম প্রজেক্ট এ কাজ চলা কালীন শাপ্রবির প্রধান অধ্যাপক বাংলাদেশ সীমান্তে সিলেট এ প্রবেশ করার পর তার কোনো খোঁজ পাওয়া যায় না।
তাকে উদ্ধারের জন্য কামাল পাসার নেতৃত্বে ফিল্ড এজেন্ট তানভীর মালিক কে পাঠানো হয় সিলেট এ।
সেখানে গিয়ে ফিল্ড এজেন্ট রহস্যে গোলধাঁধায় পড়ে যায়।
একদিকে তার ব্যাক্তি গত জীবন এর টানা পোড়ন অন্যদিক সে জানতে পারে এটা সাথে জড়িত বুদ্ধ জীবনের এক ভয়া নক রহস্য যা ২০০০ বছর প্রাচীন আর বুদ্ধের এক অন্ধকার দিক যাকে প্রাচীন মানুষেরা বুদ্ধের ভয়ানক অবতার বলে জানে।
এই নিয়ে এক জম জমাট কাহিনী।
বাংলা সাহিত্যের ইতিহাসে রবিন জামান খান দারুন হিস্টরিকাল থ্রিলার লেখেন। তার সময় সিরিজ এর এটি দুই নম্বর বই প্রথম টি হলো সপ্তরিপূ ও এই রকম পর পর আরো ৫টি বই আসবে তা লেখক নিজে বলেছেন। (প্রথম সপ্তরীপূ, দ্বিতীয় ব্লাক বুদ্ধা, তৃতীয় মগরাজ, চতুর্থ রাজদৌহি) এই রকম পর পর টোটাল ৭টি বই আসবে।
আমার মতে তারা হিস্টরিকাল থ্রিলার পড়তে পছন্দ করেন তারা অতি অবশ্যয় পড়ে দেখুন।রবি জামান খান এর লেখা সময় সিরিজ এর দ্বিতীয় বই ব্ল্যাক বুদ্ধা নামের বুকটি।(তবে আমার মতে প্রথম বুক সপ্ত রিপু আগে পড়লে চরিত্র গুলি বুঝতে সুবিধা হবে।
রেটিংঃ আমি ১০ এর মধ্যে ৯ দেবো।
রিভিউটি লিখেছেনঃ বাপন দা
0 Comments
আপনার মতামত লিখুন।