বীজ - রমাপদ চৌধুরী Bij by Ramapada Choudhury

বীজ - রমাপদ চৌধুরী Bij by Ramapada Choudhury

বীজ 
রমাপদ চৌধুরী 

শশাঙ্কশেখর একজন গবেষক। তিনি শুধু চান তার পরিশ্রমের মূল্য থাকুক ইতিহাসের বইয়ের ফুটনোটে। যখন বাড়িতে থাকতেন তখন ছেলেমেয়েদের কাছে তার কোনো দাম ছিল না, কিন্তু যখন তিনি নিরুদ্দেশ হয়ে গেলেন তারপর থেকে বাড়ির চেহারা বদলে গেলো। ছেলেমেয়েরা উপলব্ধি করলো তার মূল্য। শশাঙ্কশেখর যে একদিন ফিরবেন সে বিশ্বাসই বাঁচিয়ে রাখবে পরিবারটিকে, যে বিশ্বাস ই বাঁচিয়ে রাখে একটি সভ্যতাকে। চাষির বীজধান নষ্ট হয়ে গেলে যেমন বুকে হাহাকার থেকে যায়। তেমন সভ্যতার বীজ হারিয়ে গেলে পতন অনিবার্য।

এটি একটি দারুন উপন্যাস। উপন্যাস সমগ্র ১ এ আছে এটি।

রিভিউটি লিখেছেনঃ Suman

Post a Comment

0 Comments