ভয়পাতাল : অনীশ দেব Bhoy Patal by Anish Deb

ভয়পাতাল : অনীশ দেব Bhoy Patal by Anish Deb

বই: ভয়পাতাল 
লেখক: অনীশ দেব 

অন্তরা মজুমদারের বাবা 'সুপ্রভাত' পত্রিকার জাঁদরেল সিনিয়র রিপর্টার "ফিয়ারলেস" মজুমদার সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। হার্ট অ্যাটাকে মৃত্যু হলেও মৃত্যুর সময় তাঁর চোখে ছিল নিখাদ আতঙ্ক। সবই ঠিকই ছিল, কিন্তু  মিহিরদা, তাঁর সহকর্মী, অন্তরাকে তার বাবার এক ডায়েরি ধরিয়ে দেয় যা পড়ে অন্তরা বুঝতে পারে তার বাবার মৃত্যুর রহস্যের পিছনে রয়েছে এক জাতিস্মরের সন্ধানে ছুটে যাওয়া গ্রাম- মাদিয়াতে। কী রহস্য লুকিয়ে আছে সিংভূমের এই গ্রামে? আট নয় বছরের জাতিস্মর কী সত্যিই জাতিস্মর? নাকী জাতিস্মর এর আড়ালে লুকিয়ে থাকা অন্য কিছু? কে আসে অন্তরাকে মাদিয়াতে না যাবার কথা বলতে? হুমকি ফোন আসার কি কারণ? কে এই প্রিয়বরণ? কোন দেবতা নাকী উপদেবতা খুঁত যুক্ত বলি গ্রহণ করেন না? হটাৎ হটাৎ মানুষের নিরুদ্দেশ হবার পিছনে লুকিয়ে আছে কিসের ষড়যন্ত্র?

বইটি মোটকথা ভালো। তবে ব্যাক্তিগত ভাবে খুব ভালো লাগেনি আমার। মাঝখানে কী হচ্ছে না হচ্ছে একটু কেমন জানি লাগলো। তবে শেষের দিকে ঘটনা প্রবাহ বেশ ভাল। তবে উপন্যাসের প্লট একেবারেই চিন্তার বাইরে। প্রিয়বরন চরিত্র বেশ ভালো।

একবার অন্তত পড়া যেতেই পারে।
রেটিং ৬/১০

রিভিউটি লিখেছেনঃ 

Post a Comment

0 Comments