দ্য ব্যাটম্যান ২০২২ মুভি The Batman (2022) Movie

দ্য ব্যাটম্যান ২০২২ মুভি The Batman (2022) Movie

Movie name : The Batman (2022)

রবার্ট প্যাটিনসন এলেন, ব্যাটম্যান প্লে করলেন, সবার মন জয় করলেন। দি ব্যাটম্যানের পূর্বে যতগুলো ব্যাটম্যান এসেছে, সবগুলোর গল্প, মেকিং হাই লেভেলের হলেও একটা জিনিস চোখে বাধত। বিশেষ করে বেন এফ্লেকের ব্যাটম্যানে। মনে হতো মূল ব্যাটম্যানকে পাচ্ছি না। যা পাচ্ছি, সেটা ব্যাটম্যানের উপরের অংশ। র'নেস নেই। আছে ফাইনাল একশন। তখনকার ব্যাটম্যান যেন প্রযুক্তিনির্ভর।
ব্যাটম্যানের সেই অপবাদ ঘুচিয়ে দিয়েছে 'দি ব্যাটম্যান'। ব্যাট সাহেবের কাজ করার পদ্ধতি, হোমওয়ার্ক, প্রযুক্তি নির্ভরতা কাটিয়ে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, সবকিছু একদম টপ নচ। হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটের পাশাপাশি যে ব্যাটম্যান মস্তিষ্ক দিয়েও লড়তে পারে, সেটাই প্রত্যক্ষ করেছে এবার দর্শক। প্যাটিনসন আর ডিসির সেই চিরচেনা ডার্ক থিমের সাথে সাথে নজর কেড়েছে সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিকও। ডিসি মুভিটা নিয়ে বেশ হাইপ ক্রিয়েট করেছিল, দর্শকের প্রত্যাশাকে অনেক উপরে তুলেছিল, এবং দিনশেষে হতাশ করেনি কাউকেই। প্রায় ৩ ঘন্টা রানটাইমের মুভি কোনদিক দিয়ে চলে যাবে, টেরই পাবেন না।
কিন্তু ব্যক্তিগতভাবে কিছু জায়গায় ঘাটতি চোখে পরেছে। যেমন গল্পের দিকেই নজর দেয়া যায়। গল্পটা যেন একটু দুর্বল হয়ে গিয়েছে মেকিংয়ে নজর দিতে গিয়ে। ওদিকে আবার ব্যাটম্যানের গ্যাজেটগুলোও যেন একটু বেশীই আদিম। মাল্টি বিলিয়নিয়ার ব্যাটম্যানকে এতটা গরীব বানানোটা উচিত হয় নাই ডিসির।

তবে চিরচেনা ক্যারেক্টার আলফ্রেড আর গরডনের পরিবর্তনটা বেশ ভালই চোখে বেধেছে। চোখ আর মন হয়তো আগের দুইজনকে বেশ ভালভাবেই গ্রহণ করে নিয়েছিল।

রিভিউটি লিখেছেনঃ DEBOJYOTI CHOWDHURY (EAST BARDHAMAN)

Post a Comment

0 Comments