আয়না - জসীমউদ্দীন Ayna by Jasim Uddin

আয়না - জসীমউদ্দীন Ayna by Jasim Uddin

আয়না 
জসীমউদ্দীন 

রোজ আমরা নানান জিনিস দেখি বা ব্যাবহার করি কিন্তু একটুকু  ও বিস্মিত হয় না ।এমন ই একটা জিনিস হলো আয়না। আমরা সবাই রোজ অনেক বার আয়না দেখি। কিন্তু ভাবুন ত যখন  পৃথিবী তে আয়না ছিল না। হটাত করে কেউ আয়না পেলে কেমন লাগবে?
এমন এ একটা গল্প হলো আয়না। একজন গরীব কৃষক হটাত করে চাষের জমিতে একদিন একটা আয়না খুঁজে পাই আর তাতে নিজের মৃত বাবার ছবি দেখে অবাক হয়ে যায়। সে অবাক হয় আবার  ভয় ও পায়। সারাদিন কাজ না করে শুধু ওই আয়না এর দিকে তাকিয়ে থাকে আর নানান কথা বলতে থাকে নিজের বাবা এর সাথে কথা বলছে ভেবে। বিকালে সেটা বাড়ি নিয়ে এসে একটা কলসির ভেতরে লুকিয়ে রাখে আর শুরু হয় নানান অঘটন।
পড়ে দেখবেন দারুন মজা লাগবে।

রিভিউটি লিখেছেনঃ Draco Malfoy

Post a Comment

0 Comments