অভাজনের মহাভারত
মাহবুব লিলেন
কথায় বলে "যা নাই মহাভারতে, তা নাই ভূ ভারতে।" অনেক কবি লেখক সাহিত্যিক তাদের নিজেদের আঙ্গিকে মহাভারত লিখেছেন বা ব্যাখ্যা করেছেন। কিন্তু এই বইটি তাদের থেকে যেখানে নিজের স্বকীয়তা বজায় রেখেছে সেটা এর ভাষা ও মহাকাব্যের মহাজাগতিক বিষয়গুলি ও চরিত্রগুলো কে বাস্তবের মাটিতে নিয়ে আসা। একদম দেশীয় বাঙাল ভাষায় খুব সাবলীল ভাবে লেখা পড়তে পড়তে নিজের অজান্তেই কখন মনে হবে চরিত্র গুলো আপনার বাড়ির দাওয়ায় বসে বা পাশের ক্ষেতে দাঁড়িয়ে কথা বলছে। ধর্মীয় ভাবনা নিয়ে মহাভারত পড়ার হলে অনুগ্রহ করে এটা পড়বেন না, তবে যুক্তির পরাকাষ্ঠায় মহাজাগতিক বিষয়গুলি কে বিশ্লেষণ করতে হলে পড়ে ফেলুন। খুব কঠিন বিষয় গুলো কে খুব সহজে তুলে ধরার চেষ্টা করেছেন লেখক।
পুনশ্চ: ভজনের নয়, অভাজনের মহাভারত। এটা মাথায় রেখেই বইটা পড়বেন।
রিভিউটি লিখেছেনঃ Prithwi Dasgupta
0 Comments
আপনার মতামত লিখুন।