উপন্যাস - অতল জলের দিকে
লেখক - প্রফুল্ল রায়।
কয়েকদিন আগে পড়ে উঠলাম অতল জলের দিকে উপন্যাস টি। কাহিনীর মূল চরিত্র প্রণবেশ, তার প্রাক্তন স্ত্রী অনুরাধা ও তাঁদের মেয়ে রুমি। প্রনবেশ একজন সফল আর্কিটেক্ট যিনি বিভিন্ন দেশী ও বিদেশী প্রজেক্ট খুব ভালো মত সামলান। মুম্বাই এ অফিস ও বাড়িতে বর্তমান স্ত্রী পুত্র ও কন্যা নিয়ে সচ্ছল ভাবে জীবনযাপন করেন। হঠাৎ মুম্বাই এ কর্মরত অবস্থায় তিনি একটি ফোন পান তার প্রাক্তন স্ত্রী অনুরাধার থেকে। অনুরাধা, প্রণবেশের সাহায্যপ্রার্থী হন তাদের মেয়ে রুমি কে অসৎ সংসর্গ থেকে সৎ পথে ফিরিয়ে আনার জন্য। এইখানে প্রণবেশ এর মনে হঠাৎ তার পুরনো মেয়ের প্রতি দায়িত্ব ও বাৎসল্য বোধ জেগে ওঠে এবং পিতার দায়িত্ব পালনের জন্য তিনি গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে কলকাতা পাড়ি দেন কিছুদিনের জন্য। রুমির সাথে তার প্রাথমিক কথোপকথন এ তিনি বুঝতে পারেন আরো বেশ কিছু সময় লাগবে তাকে পথে ফিরিয়ে আনার জন্য। এর মাঝে এক বৃষ্টিমুখর রাতে অনুরাধার প্রতি তার পুরনো প্রেম জেগে ওঠে এবং সব কিছু ফেলে তিনি কলকাতা তে বেশ কিছু সময় অতিবাহিত করেন । শেষমেষ তিনি রুমি কে গুরনাম নামক ছেলের কবল থেকে মুক্ত করতে সক্ষম হন তাঁর এক পুলিশে কর্মরত বন্ধুর সাহায্যে।
আমার ব্যক্তিগত ভাবে মনে হলো যে প্রনবেশ এর মত একজন সফল উদ্যমী ও কর্পোরেট ব্যাবসায়ী যে এতটা সময় ব্যয় করলেন তাও প্রায় ১৫ বছর পরে মাঝে কোনো যোগাযোগ ছাড়া, সেটা লেখক ঠিক যুক্তিগ্রাহ্য কারণ দিতে পারেন নি। এছাড়াও বেশ কিছু জায়গা অযথা টেনে বড় করা হয়েছে বলে আমার মনে হয়।
প্রফুল্ল রায় এর অন্যান্য উপন্যাস এর থেকে অতল জলের দিকে'র বাঁধুনি আমার একটু কম মনে হলো। তবে অনেকের ভালো লাগতেই পারে সম্পর্কের টানাপোড়েন এর গল্পঃ। তাই এই উপন্যাস টি পড়ে দেখতেই পারেন।
ব্যক্তিগত রেটিং = ৫/১০
রিভিউটি লিখেছেনঃ নিলয়
0 Comments
আপনার মতামত লিখুন।