অর্ধেক জীবন
সুনীল গঙ্গোপাধ্যায়
প্রকাশক : আনন্দ পাবলিশার্স
অর্ধেক জীবন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি আত্মজীবনীমূলক উপন্যাস। সেখানে স্মৃতি কথার পাশাপাশি হাজির হয়েছে সমকালীন অর্থনেতিক এবং সমাজব্যবস্থা। অর্ধেক জীবন বইটি সেই সময়ের একটি সুলিখিত দলিল। রাজনৈতিক ও ঐতিহাসিক টালমাটাল সময়ে একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম সুনীল গঙ্গোপাধ্যায়ের।
অবিভক্ত বাংলাদেশের ফরিদপুর থেকে ক্রমশ ভাগ্যের পাকচক্রে গিয়ে হাজির হওয়া পূর্ব ভারতের সব চেয়ে বড় শহর কলকাতায়।
সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর যেসব বন্ধুদের নিয়ে একসাথে সাহিত্যচর্চা শুরু করেছিলেন, যাদের অনেকেই পরবর্তীকালে বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি এবং সাহিত্যিকের মর্যাদা পান, তাদের নিয়ে কাটানো বোহেমিয়ান জীবনের কথা লিখেছেন। অগ্রজ সাহিত্যিকদের সাথে আড্ডার কথাও বিশদভাবে লিখেছেন। বেশ ভালো লেগেছে কৃত্তিবাস পত্রিকাকে ঘিরে গড়া ওঠা কবিগোষ্ঠী এবং তাদের কার্যক্রম।
এসেছে তাঁর আমেরিকা যাত্রার কথা। আমেরিকা থেকে কলকাতায় ফিরে দেশ পত্রিকায় উপন্যাস লেখা, দৈনিক আনন্দবাজার পত্রিকায় কাজ গ্রহণের কথা।
সুনীলের প্রথম প্রেমিকা যে অপর্ণা, তা এই বইয়ের মাধ্যমেই জানলাম। এসেছে এলেন গিনেসবার্গ এবং অন্যান্য আমেরিকান, ফরাসী, জার্মান লেখকদের কথা।
আরও যেটা জানলাম, তা হলো 'আত্মপ্রকাশ' নয়, বরং 'যুবক যুবতীরা' হলো সুনীলের লেখা প্রথম উপন্যাস। সাগরময় ঘোষ অনেকটা নতুন আঙ্গিকে লেখা 'যুবক যুবতীরা' পড়ে মুগ্ধ হন এবং তারপরে এক আড্ডায় সুনীল গঙ্গোপাধ্যায়কে দেশ পত্রিকার শারদীয় সংখ্যায় উপন্যাস লেখার জন্য বলেন। সেই উপন্যাসটি হলো 'আত্মপ্রকাশ '।
সারাজীবন ধরে বিচিত্র সব অভিজ্ঞতা অর্জন করেছেন সুনীল। সেই সব অভিজ্ঞতা নানাভাবে, নিজস্ব ভাষায় তিনি তাঁর বিভিন্ন লেখায় ব্যবহার করেছেন।
বিভিন্ন সম্পাদকদের তাড়ায় হোক অথবা জীবিকা অর্জনের জন্যই হোক সারাজীবন ধরে সুনীল লিখেছেন প্রচুর। হয়তো সেই কারণেই তাঁর গদ্যের ভাষা অনেকটাই সরল, তথ্যমূলক এবং অলংকারবর্জিত। একটানা পড়ে যেতে সমস্যা হয় না, আবার একঘেয়েও লাগে না। এই আত্মজীবনীগ্রন্থেও ভাষার সেই ভঙ্গিমাই অনুসৃত হয়েছে। শেষে এ কথা বলাই যায় এ যেন এক মধ্যবিত্তের লেখক হয়ে ওঠার গল্প।
রিভিউটি লিখেছেনঃ N S
0 Comments
আপনার মতামত লিখুন।