আমরা হেঁটেছি যারা - ইমতিয়ার শামীম Amra Hetechi Jara by Imtiar Shamim

আমরা হেঁটেছি যারা - ইমতিয়ার শামীম Amra Hetechi Jara by Imtiar Shamim

• বইয়ের নাম - আমরা হেঁটেছি যারা
• লেখক - ইমতিয়ার শামীম

• প্রথমেই বলে রাখা ভালো, এই বইয়ের রিভিউ লেখার মতো ধৃষ্টতা আমি দেখাতে পারিনি। পড়া শেষে যেটুকু লিখেছি, সবটুকুই জমে ওঠা অনুভূতি। 

• আলোর থেকে অন্ধকারের দিকে কেউ যেন জোর করে টেনে নিয়ে চলেছে তথাগতকে। তাও নেভাতে পারেনি তার মধ্যে বেঁচে থাকা লেলিহান শিখা। বাবার বলা গল্প, মনীষার হাতের মধ্যে শক্ত করে ধরে রাখা হাত, মারিয়ার হাজারো স্বপ্ন, মামুনের গান, বাঁচিয়ে রেখেছিল তাকে। কিন্তু যুদ্ধপরবর্তী বঙ্গভূমি তথাগতর থেকে কেঁড়ে নিয়েছে তার বাড়ি ফেরার সমস্ত রাস্তা। তাই মৃত্যু মিছিলে পা বাড়িয়ে সবার মত সেও হেঁটে চলেছে হারিয়ে যাওয়া মাতৃভূমির খোঁজে। 
লেখক কোন জাদুকাঠির ছোঁয়ায় তীব্র সুখের সময়ে, তীব্র বেদনার বিষ একটু  করে মিশিয়ে দিয়েছেন তা ব্যখ্যার অতীত। মাটির আলপথ বেয়ে ছুটে চলার আনন্দে যখনি চোখ বুজেছি, মানুস-তাড়ুয়া হয়ে গলা কাটা লাশ, বাস্তবের মতো আমার গলা টিপে ধরেছে। এ বিভৎসতা এড়িয়ে চলবো বলেই হয়তো আমিও তথাগতর মত আকড়ে ধরে বাঁচতে চাই চুক, গে কিংবা হেক্টরকে। 

• রেটিংসের ঊর্ধ্বে এই বই। তবুও গুডরিডসে ৫/৫ এর বেশী দেওয়ার সুযোগ হয়নি।

রিভিউটি লিখেছেনঃ Sayonara

Post a Comment

0 Comments