অলৌকিক গল্পসমগ্র - শরদিন্দু বন্দ্যোপাধ্যায় Aloukik Galpasamagra by Sharadindu Bandopadhyay

অলৌকিক গল্পসমগ্র - শরদিন্দু বন্দ্যোপাধ্যায় Aloukik Galpasamagra by Sharadindu Bandopadhyay


বুক রিভিউ 
বই– অলৌকিক গল্পসমগ্র 
লেখক- শরদিন্দু বন্দ্যোপাধ্যায় 

এই ব‌ইটি পড়তে শুরু করেছি। আপাতত তিনটি গল্প পড়েছি। প্রতিটা গল্পই অসাধারণ। এর মধ্যে রক্ত খদ্যোত গল্প টি সানডে সাসপেন্সে আগেই শোনা ছিল। শরদিন্দু বাবুর  সম্বন্ধে আর তার সৃষ্টি রচনাগুলোর সম্বন্ধে নতুন করে কিছুই বলার নেই। বরাবর ই আমার প্রিয় লেখক তিনি।

 এই বইয়ের গল্পগুলো পড়তে পড়তে বেশ একটা গা ছমছমে শিহরণ অনুভব করছিলাম। এই বইয়ের অধিকাংশ গল্পতেই রয়েছে বড়দার চরিত্র ।ব‌ইটি পড়ার অনুরোধ জানালাম।

যারা যারা পড়েননি, পড়ে দেখবেন। অবশ্যই ভালো লাগবে।

রিভিউটি লিখেছেনঃ Debarati Acharya

Post a Comment

0 Comments