আলেকজান্ডারের গুপ্তধন
লেখক : অনিমেষ প্রামাণিক
এই গল্পের বইটিতে একটি মাত্র উপন্যাস আর সেটি একটি ঐতিহাসিক উপন্যাস। বইটির প্রথম পাতাতেই দেখা যাচ্ছে তিন জন পাঠক তাদের রিভিউ দিচ্ছেন গল্পটির সম্পর্কে। অবশ্যই ওনারা খুবিই ভালো ভালো কথা লিখেছেন গল্পের বইটি সম্পর্কে, আমার এখানে এই ব্যাপারটা অনেকটা এখানকার বলিউড স্টাইলে সিনেমা রিলিজ হওয়ার আগে প্রচার করবার মতোই লাগলো আমার কাছে।
তো বেশ আমি অনেক আশা নিয়েই শুরু করলাম গল্পটি পড়া। কিন্তূ গল্পটা শেষ করে আমার ওতটা আশনরুপ মনে হলো না। এ গল্পের প্রধান চরিত্রকেই আমার দুর্বল লাগলো। বাকি চরিত্র গুলোও একই রকম মনে হলো । গল্পের ধাঁধা গুলো অত্যন্ত সহজ সরল মনে হলো, ক্লাস ৯ / ১০ বাচ্চারাই মনে হয় সমাধান করে ফেলবে বলে মনে হচ্ছিলো। জানো ধাঁধা গুলোর ক্লু জানো সামনেই সাজানো ছিল, সেই রকম বুদ্ধি খটানোর প্রয়োজন পড়ছিল না। আমার গল্পটা পড়ে থ্রিলার ভিত্তিক গল্প বলে মনে হলনা।
তবে লেখকের তারিফ করতে হয় ইতিহাস নিয়ে ভালো পরিমাণ রিসার্চ করেছেন বলে। কিন্তূ আবার সেই একই, ঘটনা উপস্হাপনা নিয়ে যেন অযথা তাড়াহুড়ো করে ফেলেছেন। গল্পের সূত্র ধারের মুখ দিয়ে কোচিং ইতিহাস স্যার নোটস লেখানোর মতো করে হুর হুর করে যেন বলে গিয়েছেন। লেখা পড়ে মনে হলে খুবিই তাড়াহুড়ো তে শেষ করেছেন।
আমি রেটিং করতে বলবো ২.৫ আউট অফ ৫।
তবে আমি এই বইটি তাদের কেই রেকেন্ডেশন করবো যারা সবে সবে উপন্যাস পড়া শুরু করেছেন তাদের কাছে ভালো লাগবে আর যারা ঐতিহাসিক উপন্যাস পছন্দ।
ধন্যবাদ সময় দিয়ে আমার রিভিউটি পড়বার জন্য, ভুল ত্রুটি ক্ষমা করবেন। 🙏
রিভিউটি লিখেছেনঃ Soham Sengupta
0 Comments
আপনার মতামত লিখুন।