দ্য আলকেমিস্ট - পাওলো কোয়েলহো The Alchemist by Paulo Coelho

দ্য আলকেমিস্ট - পাওলো কোয়েলহো The Alchemist by Paulo Coelho

পাওলো কোএলহো এর দ্য আলকেমিস্ট

উপন্যাসটি সান্তিয়াগো নামক স্পেনের এক মেষপালকের জীবন নিয়ে লেখা। সে স্বপ্নে গুপ্তধনের সন্ধান পেয়ে তিনটি স্প্যানিশ মুদ্রা আর মেষপাল নিয়ে মিশরের পিরামিডের উদ্দেশ্যে রওনা হয়। সান্তিয়াগো এই অভিযানে নানা পরিস্থিতির সম্মুখীন হয়। একদিকে যেমন ঠকের পাল্লায় পড়ে সব কিছু হারায় তেমনি সালেমের রাজা,এক ইংরেজ সাহেব, মরুযাত্রী দল ,এক বৃদ্ধ আলকেমিস্ট তাকে নানাভাবে সাহায্য করে। সে ফিলোসফার্স স্টোন সম্পর্কে জানতে পারে যার সংস্পর্শে যে কোন ধাতু সোনাতে রূপান্তরিত হয়। ঐ বৃদ্ধের সহায়তায় এবং অনুপ্রেরণাতে সে পিরামিডে পৌঁছায়। সেখানে সান্তিয়াগো একদল ডাকাতের কবলে পড়ে। তাদের হাতে হেনস্থার পর সে বুঝতে পারে আসল গুপ্তধন পুরনো গির্জার তলদেশে আছে এবং সেখান থেকে সে আগেই ঘুরে এসেছে। সে আনন্দে আত্মহারা হয়ে সেখানে ফিরে যায় ও গুপ্তধন উদ্ধার করে।

এই গল্পের দ্বারা লেখক জীবন বোধ নিয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। জীবনে বাধাবিপত্তি আসবে, তাতে মুষড়ে না পরে এগিয়ে যেতে হবে। জীবনের অভিজ্ঞতা আর শিক্ষা গুলোই আসল গুপ্তধন যা মানুষকে পরিণত করে। আমরা যার সন্ধান করি তা আমাদের মধ্যেই বর্তমান। আত্মবিশ্বাস ও দৃঢ়তা থাকলে সাফল্য আসা নিশ্চিত। সান্তিয়াগোর গল্পের মধ্য দিয়ে লেখক পাঠকদের অদম্য ইচ্ছা শক্তি ও হাল না ছাড়ার শিক্ষা দিয়েছেন। বইটির একটি খুবই জনপ্রিয় লাইন উল্লেখ করে শেষ করলাম... "When you want something, all the universe conspires in helping you to achieve it".

রিভিউটি লিখেছেনঃ ry

Post a Comment

0 Comments