বইয়ের নাম: একুশে ফেব্রয়ারি
লেখক: জহির রায়হান
ছোট ছোট কিছু চরিত্র বিক্ষিপ্ত ভাবে তাদের জীবনের ক্ষুদ্র একটু অংশ আর একটা দিন নিয়েই এই ছোট পুস্তিকা। এইদিনে তাদের জীবনে কি হয় তাকে কেন্দ্র করে গল্পের মোড়। দিনটা ২১শে ফেব্রুয়ারি, ১৯৫২। কতো গুলো মানুষ। কতগুলো ভিন্ন পেশা। কিন্তু সকলেরই একটাই দাবী, রাষ্ট্রভাষা বাংলা চাই। সেদিন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য ছাত্রদের পক্ষ থেকে হরতাল ডাকা হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা চাই ১৪৪ ধারা ভাঙতে। তসলিম তাদের একজন। বাবা সরকারি অফিসার হওয়া সত্ত্বেও ছেলের রয়েছে অন্যায়ের বিরুদ্ধ এ কথা বলার শক্তি। তাই নানা বারণ সত্ত্বেও সে যায় মিছিলে। গফুর শহরে যায় তার নিজের বিয়ের কেনাকাটার জন্য।রিকশাওয়ালা সেলিম হরতালকারীদের উপর বিরক্ত হয় একদিনের আয় হবে না ভেবে। কেরানী আনোয়ার চাপিয়ে দেয়াকে অন্যায় মনে করে, হরতালকারীদের সাথে একাত্ন হয়ে প্রতিবাদ করতে চাই। আর আছে একজন কারখানার মালিক মকবুল আহমেদ যে চাইনা হরতাল হোক,রাষ্ট্র টিকে থাকুক,তার শোষন অব্যাহত থাকুক। "একুশে ফেব্রুয়ারি" বইটিতে জহির রায়হান তৎকালীন মানুষের কথা তুলে ধরেছেন। সেই সময়ের দাবি, পারিপার্শ্বিক অবস্থার, চরিত্র গুলোর মধ্যে কোন যোগ না থাকলেও চমৎকার এক মেলবন্ধন তৈরি করেছেন এবং তার লেখনীর মধ্যেই ফুটে উঠেছে সেই সময়ের মানুষের মাতৃভাষার প্রতি প্রেম।
রিভিউটি লিখেছেনঃ Mr Shimul
0 Comments
আপনার মতামত লিখুন।