অগ্নিনিরয়
লেখক - কৌশিক মজুমদার
সূর্যতামসী বইতে যে রহস্য যাল উন্মোচিত হয়েছিল নিবারসপ্তক হয়েত্তার শেষ হয়েছে অগ্নিনিরয় তে..... আমি বেশি কিছু বলব না নয়ত স্পয়লার দেওয়া হয়ে যাবে তবে হ্যা প্রস এবং কনস্ গুলো বলব অবশ্যই.... প্রস অবশ্যই পুরনো কোলকাতা তারিনী চরন দারোগার দপ্তরের প্রিয়নাথ এবং যাকে এশিয়ার হুডিনি বলা হয় সেই সেই গনপতির প্রথম জীবনের ইতিহাস পাওয়াটা বিরাট পাওনা এবং অবশ্যই পুরানো কোলকাতার চালচিত্র...... এবং তৎকালিন সমাজের নীচু তলার মানুষদের জীবন যাত্রা লেখক দারুন ফুটিয়ে তুলেছেন...... আর কনস্ হল গল্পের নায়ক তুর্বসু র আর একটু স্ক্রিন টাইম পাওয়া দরকার ছিল আর এই গল্পের বিস্তার এত বিশাল যে মাঝে মাঝে খেই হারিয়ে যাচ্ছে মনে হতে পারে....... তবে হ্যা শেষে মনে হয়েছে গপ্পে আর একটু টানটান ভাব বজায় থাকলে দিব্য হত আর লেখক একদম শেষে এসে যে টুইস্ট দিয়েছেন তা অনবদ্য...... যারা আগের দুটো পার্ট পড়েছেন এটাও পড়ে ফেলুন আশা করছি হতাশ হবেন না।
রিভিউটি লিখেছেনঃ
0 Comments
আপনার মতামত লিখুন।