অগ্নিনিরয় - কৌশিক মজুমদার Agniniroy by Kaushik Majumdar

অগ্নিনিরয় - কৌশিক মজুমদার Agniniroy by Kaushik Majumdar

অগ্নিনিরয়
লেখক - কৌশিক মজুমদার

সূর্যতামসী বইতে যে রহস‍্য যাল উন্মোচিত হয়েছিল নিবারসপ্তক হয়েত্তার শেষ হয়েছে অগ্নিনিরয় তে..... আমি বেশি কিছু বলব না নয়ত স্পয়লার দেওয়া হয়ে যাবে তবে হ‍্যা প্রস এবং কনস্ গুলো বলব অবশ‍্যই.... প্রস অবশ‍্যই পুরনো কোলকাতা তারিনী চরন দারোগার দপ্তরের প্রিয়নাথ এবং যাকে এশিয়ার হুডিনি বলা হয় সেই সেই গনপতির প্রথম জীবনের ইতিহাস পাওয়াটা বিরাট পাওনা এবং অবশ‍্যই পুরানো কোলকাতার চালচিত্র...... এবং তৎকালিন সমাজের নীচু তলার মানুষদের জীবন যাত্রা লেখক দারুন ফুটিয়ে তুলেছেন...... আর কনস্ হল গল্পের নায়ক তুর্বসু র আর একটু স্ক্রিন টাইম পাওয়া দরকার ছিল আর এই গল্পের বিস্তার এত বিশাল যে মাঝে মাঝে খেই হারিয়ে যাচ্ছে মনে হতে পারে....... তবে হ‍্যা শেষে মনে হয়েছে গপ্পে আর একটু টানটান ভাব বজায় থাকলে দিব‍্য হত আর লেখক একদম শেষে এসে যে টুইস্ট দিয়েছেন তা অনবদ‍্য...... যারা আগের দুটো পার্ট পড়েছেন এটাও পড়ে ফেলুন আশা করছি হতাশ হবেন না।

রিভিউটি লিখেছেনঃ 

বইয়ের নাম- অগ্নিনিরয় 
লেখক কৌশিক মজুমদার
সদ্য শেষ করে উঠলাম ম্যাসন সিরিজ এর অন্তিম বই অগ্নিনিরয়। চীনাপাড়ার যে নাটকীয় হত্যাকান্ড দিয়ে সূর্যতামসী শুরু হয়েছিল ক্রমে তা নীবারসপ্তকে জানা যায় এ এক ঘটনার অন্য দিক, যা আমাদের পাঠকদের চোখকে ধুলো দিয়ে যায়। কী ছিল সেই খুনের পিছনে কারন কেন সেই ঘটনা প্রকাশ পেলে ব্রিটিশ সাম্রাজ্য টলে যেতে পারে তা একে একে এখানে খুলতে থাকে।
ঘটনায় দুটো টাইমলাইনে এগিয়ে চলছে। একটা ১০০ বছরের ও আগে আর একটা বর্তমান। বর্তমানে চন্দনগরের দেবাশিষ, বিশ্বজিত খুন হয় সেই চৈনিক পদ্ধতিতে। গোয়েন্দা তুর্বসু রায় সেই খুনের সাথে জড়িয়ে পড়ে এবং অফিসার অমিতাভ তার পেছনে পড়ে রয়েছে এর সমাধানে।
অন্যদিকে পুরো বই জুড়ে আমরা দেখতে এক ভুতের বাক্স যাকে নিয়ে সবাই চিন্তিত... কে এই ভুত... এই ভূত বেড়িয়ে এলে মানবজাতীর কি বিপদ আসন্ন তারা ক্রমশ জানতে পারে এবং বুঝতে পারে সত্যি কোন মায়াজালে আটকে গেছে। অফিসার প্রিয়নাথ মুখার্জী, জাদুকর গনপতি, প্রাইভেট ডিটেক্টিভ তারিণী, সাহেব সাইগরসম সকলে মিলেমিশে সেই রহস্যের দ্বারে এসে উপস্থিত।
আগের সিরিজে যে চরিত্রগুলি ছোট ভূমিকা পালন করেছিল এখানেই তারা যেন কাহিনীর প্রধান হয়ে উঠছে.. মনে করা হচ্ছে তারাই যেন এইসবের পিছনে। গুপ্তসমিতি ম্যাসনদের কার্যকলাপ, জাবলুন, সবই যেন এসে এখানে ভীড় করেছে।
এছাড়াও অনেক ঐতিহাসিক চরিত্র এর ভীড়ে ফিকশন ননফিকশনের মিশ্রন দেখা দিয়েছে। অলংকরনে স্পষ্টত ছাপ বর্তমান ভাষা আলাদা সময় অনুসারে সেইরুপে লেখা যা একদিকে সুখপাঠ্য।
পরিশেষে বলা যেতে পারে যে সকল প্রশ্নের উত্থাপন ঘটেছিল তা এখানে এসে পাঠক সেই কাহিনীর অন্তর ভেদ করতে সক্ষম হবে বলে মনে করি। গল্পের যা বিস্তার দৃশ্যপট, রহস্য, চরিত্রায়ণ মনে করি তা অবশ্যই সিরিজ হওয়ার যোগ্য। যারা পড়েননি তারাতারি পড়ে ফেলুন আশা করি নিরাশ হবেন না।

রিভিউটি লিখেছেনঃ Subrata Ghosh

Post a Comment

0 Comments