অভিযান মুভি ২০২২ Abhijaan Movie 2022

অভিযান মুভি ২০২২ Abhijaan Movie 2022

Movie name: অভিযান 
Language: বাংলা 
Year: ২০২২ 
Genre: biographical drama 
Cast: soumitra chatterjee, jisshu sengupta, qaushiq mukherjee, paoli dam, rudranil ghosh, prosenjit chatterjee, sohini sarkar,  parambrata chatterjee, biswanath basu, anindita bose, basabdatta chatterjee, tridha chowdhury, tuhina das etc.
Director: parambrata chatterjee
In theatres 


কিছু বিতর্ক আসছে, কারণ সৌমিত্র কন্যা ও তার মাসতুতো বোন বলেছেন নাতির একসিডেন্ট নিয়ে ফিকশনাল আছে। যাই হোক এসব পার্সোনাল জিনিস বাদ দিয়ে বাকি গুলো দেখি বরং। স্টুডেন্ট থেকে রেডিওতে চাকরি, সাথে থিয়েটার, সিনেমা, পরবর্তী কালে থিয়েটারের পরিচালক, এসবের পাশে লেখালিখি, কবিতাপাঠ, একসময় রাজনীতিও। শুরু হয় রাজনীতি দিয়েই। ঐখানের পথটা খুব সহজ ছিল না। একদিকে রাজনীতি, তার জন্য অনেক কাছের মানুষের সাথে ঝামেলা। সংলাপগুলো খুব ভালো, একটা সংলাপ আছে, বামপন্থী শব্দটা অনেক ভারী। বামপন্থার অনুগামী বা অনুসারী বলা ভালো। আরেকটা জিনিস প্রশংসাযোগ্য, ব্যাকগ্রাউন্ড sound, কফি হাউসে কোলাহল, আবার অন্য রেস্তোরাঁতে অন্য রকম, আবার বাড়িতে অন্য রকম। এবার আসি কাস্টিং আর অভিনয়ের কথায়। কাস্টিং তো অনেক বড়। ছোট খাটো ভাবেও অনেককে দেখানোর চেষ্টা হয়েছে। হয়তো অনেকেই বাদ গেছে তাও যতটা সম্ভব হয়েছে। ট্রেলারেই সব থেকে দারুণ লেগেছিলো Q কে সত্যজিৎ হিসাবে, সিনেমাতে আরো আরেকজনকে দারুণ লাগলো, সুচিত্রার চরিত্রে পাওলিকে। রবি ঘোষের চরিত্রে রুদ্রনীলও খারাপ না। লেবু খাওয়ার সংলাপে সবাই হেসেছি। তবে লিডে যীশু আলাদাই কিছু, যে যীশুকে চিনি সে যেন না, অন্য কেউ একেবারে, এমনভাবে মিলিয়েছে। বাসবদত্তাকেও ভালো লেগেছে। আর সৌমিত্র তো অনবদ্য। দেখেও কষ্ট লাগে মানুষটা আর নেই। আর দেখা যাবে না তাকে। তাও এখনও কাজের রিলিজ আছে আরও বাকি। এটা যে এতটা করে যেতে পেরেছেন সেটাই অনেক, ক্যানসার, অন্যান্য অসুস্থতাও আটকাতে পারেনি তাকে। তার এই অভিযান সারা জীবনের। আমরা তাকে ভুলবো না কোনদিন। এতে খুশি হয়েছি নিজের বায়োপিকটা শেষ করে যেতে পেরেছেন, কিন্তু রিলিজে আর থাকা হলো না। 😔

রিভিউটি লিখেছেনঃ Nandini Biswas

Post a Comment

0 Comments