Movie name: আবার কাঞ্চনঝঙ্ঘা
Year: 2022
Language: বাংলা
Genre: drama
Director: রাজর্ষি দে
Cast: দেবশ্রী গাঙ্গুলি, সোহিনী গুহ রায়, রূপঙ্কর বাগচিকে, কৌশিক সেন, বিদিপ্তা চক্রবর্তী, রিচা শর্মা, শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চ্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, রাহুল অরুণোদয় ব্যানার্জি, পদ্মনাভ দাশগুপ্ত, প্রিয়াঙ্কা রতি পাল, দেবলীনা কুমার, রনিতা দাস, অসীম রায়চৌধুরী, অনিন্দ্য চ্যাটার্জি প্রমুখ।
In theatres
4 ছেলে 1 মেয়ে আর এক ছেলের বন্ধুর পরিবার, এদিকে আবার ওদের বাড়ির কেয়ারটেকার আর তার মেয়ে। প্রচুর সম্পর্ক( এখনের দিনে এত দেখা যায় কি? যাই হোক) অনেক বছর পর সবার get together দার্জিলিংয়ে। সবারই জীবনে কিছু না কিছু সমস্যা থাক ওসব আর বললাম না। অনেকটা বড় সিনেমা, আরেকটু জলদি টানতে পারতো বোরিং লাগে, অভিনয় সবারই ভালো যেহেতু কাস্টিংও দারুন। ওদের বিশ্বাস দার্জিলিংয়ের ওদের বাংলোটায় ম্যাজিক আছে এলেই মিরাকল হয়, বড়দা চাকরি পেয়েছিল, কিন্তু ও তো বিজনেস করে, অবশ্য পেয়ে ছেড়ে দিয়েছিল তো পেয়েই বা কী হলো। ছোট ভাইয়ের টাকার সমস্যা তো মিটলো না, ও কী করবে? বাড়ি নিয়ে অতিরিক্ত ইমোশনাল বানানো। সিনেমার শেষে সব ঠিক হয়ে যায় পুরোনো প্রেম নতুন প্রেম সব মিলে মিশে। নাম না করে tmc, বিজেপির ব্যাপার দেখানো আছে। এখানে এক ভাই নেতা, প্রায় cm এর কল আসে, তখন সব থেকে মজার ডায়ালগ ওর দাদার, cm মানে তো চাঁদমামাও হতে পারে। একটা টুইস্ট আছে মাঝখানে যেটা ভাবিনি, গোর্খাদের। বাকিসব predictable, মোটামুটি খারাপ লাগেনি।
রিভিউটি লিখেছেনঃ নন্দিনী বিশ্বাস
0 Comments
আপনার মতামত লিখুন।