আবার যদি ইচ্ছা কর
নারায়ণ সান্যাল
উইলিয়াম ভিন্সেন্ট ভ্যান গখ (১৮৫৩-১৮৯০) এবং পল গগ্যাঁ (১৮৪৮-১৯০৩)— এই দুই বিখ্যাত চিত্রশিল্পীর জীবনের গল্প ফুটে উঠেছে এই লেখায়। কিন্তু তাঁদের জীবনগাথা এখানে বাঁধা পড়েছে এক অন্য সুরে।
গল্পের কথক লেখকের মায়ের অতি দূর সম্পর্কের মামা দ্বৈপায়ন লাহিড়ী পেশায় একজন ডাক্তার। কিন্তু তাঁর প্রগাঢ় পাণ্ডিত্যের গন্ডিতে অনায়াসে স্থান পায়— ভারতীয় দর্শন, ইতিহাস, সাহিত্য ও ললিতকলা। এহেন দ্বৈপায়ন বাবুর সাথে লেখকের কথোপকথন দিয়েই এ-গল্পের শুরু।
বইটি পড়ার আগে অবধি ভ্যান গখ বলতেই বুঝতাম 'দ্য স্টারি নাইট' আর 'দ্য পোট্যাটো ইটার্স'-এর আঁকিয়ে এক চিত্রকরকে। তাঁর ব্যক্তিগত জীবনের ওঠা-পড়া, খ্রিষ্টধর্ম প্রচারক থেকে ছবি আঁকতে শুরু করার ইতিহাস যা-সব এতদিন লেখা ছিল অজানার খাতার পাতায়, সে-সব ই অল্প-বিস্তর জানলাম 'আবার যদি ইচ্ছা কর'তে।
রিভিউটি লিখেছেনঃ Sudip Das
0 Comments
আপনার মতামত লিখুন।