777 Charlie
Language - Kannada
ধর্মা একজন আনসোশাল মানুষ। শুধু অফিস, আর বাড়ি করেই দিন চলে যায়। একদিন তার জীবনে এসে পরে একটি কুকুর। প্রথমে কুকুরটিকে পাত্তা না দিলেও,
কুকুরটির একটি অ্যাক্সিডেন্টের ফলে কুকুরটির চিকিৎসা করিয়ে নিজের কাছে রাখে। ভেবেছিল কেউ যদি কুকুরটাকে অ্যাডপ্ট করতে চায় তো দিয়ে দেবে, কিন্তু দিতে পারেনা। একদিন কুকুরটি অসুস্থ হয়ে পরলে, ডাক্তার বলেন কুকুরটির ক্যানসার হয়েছে। এবং কেমোথেরাপির মাধ্যমে কুকুরটির জীবনের যন্ত্রনা না বাড়িয়ে, যতদিন সম্ভব আনন্দ দিয়ে কুকুরটিকে যেতে দেওয়া হক।
এই সিনেমা ভালোবাসার গল্প বলে, মানুষ ও মনুষ্যেতর জীবের বন্ডিংএর কথা বলে। ধর্মা লক্ষ্য করেছিল কি কি করলে চার্লি (কুকুরটির নাম) আনন্দ পায়। ধর্মা তাইই করতে চেষ্টা করে, তার জন্য যদি নিজেকে লুটিয়ে দিতে হয়, তার জন্যও দৃঢ়প্রতিজ্ঞ হয়। চার্লিও জানত ধর্মা ওকে ছাড়া থাকতে পারবে না, সেজন্য শেষ মুুহুর্তেও প্রতিদান দিয়ে যায়।
এ এমন এক হৃদয় নিঙরানো গল্প যে, যার মধ্যে এতটুকু ভালোবাসা রয়েছে তার চোখে জল আসবেই।
ধর্মার নাম ভূমিকার অভিনেতার নাম জানিনা, কিন্তু তার অভিনয় সত্যিই সুন্দর। একটি ছোট বাচ্চা আছে মুভিটায়, এদের অভিনয় তো বড়াবড়ই ন্যাচারাল হয়, এও খুব সুন্দর করেছে। আর চার্লির কথা কি বলব - চার্লি এই মুভিটার প্রাণ। আবহসঙ্গীত ও খুব ভালো গল্পকে আরো তুলে ধরেছে।
রিভিউটি লিখেছেনঃ
0 Comments
আপনার মতামত লিখুন।