যুগ-সম্ভাবিনী - সৌরভ মুখোপাধ্যায় Yug Sambhabini by Sourav Mukhopadhyay

যুগ-সম্ভাবিনী - সৌরভ মুখোপাধ্যায় Yug Sambhabini by Sourav Mukhopadhyay

বই: যুগ-সম্ভাবিনী
লেখক: সৌরভ মুখোপাধ্যায়
প্রকাশক: অন্তরীপ পাবলিকেশন
মুল্য: ₹১৬০

উক্ত লেখকের মহাভারত সম্বন্ধীয় পুনর্গঠনমূলক লেখার এক বিপুল আগ্রহী পাঠককুল আছে এবং তা সঙ্গত কারণেই। মহাভারতের চরিত্রগুলির মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এত সুললিত অথচ দৃঢ় ভাষ্যে বর্ণনা কমই দেখা যায়।

এই উপন্যাসে (বা উপন্যাসিকাতে) কচ - দেবযানীর অধ্যায়টি বর্ণিত হয়েছে।

অসুরগুরু শুক্রের আশ্রমে সঞ্জীবনী বিদ্যালাভার্থে রাজনৈতিক অভিসন্ধিতে আগমন হয় দেবগুরুপুত্র কচের। এরপরের ঘটনা মূলত সবাই জানে। দেবযানীর কচের প্রতি আসক্তি, পরে প্রণয় এবং কচের বিশ্বাসভঙ্গ। পরবর্তীতে অসুরকন্যা শর্মিষ্ঠার সহিত বচসা, চ্ন্দ্রবংশীয় যযাতিকে বিবাহ এবং যযাতি - শর্মিষ্ঠার প্রণয়সম্পর্ক যা সমগ্র ভারতবর্ষের ঐতিহাসিক গতিধারা স্থির করে দেয়।

দেবযানী এই গ্রন্থের নায়িকা এবং প্রতিনায়িকা উভয়ই। তাঁর জীবনের একাকী যাপন, প্রেমের নবাঙ্কুর সূচনা, প্রিয়ের বিশ্বাসভঙ্গ, মানসিকতার পরিবর্তন এবং জীবনের শেষলগ্নে এসে সব পেয়েও কিছুই না পাওয়ার চরম হতাশা - লেখকের কলমে নৈপুণ্য লাভ করেছে। পাঠক একাত্ম হতে পারে এই নারীর মানসিক যন্ত্রণার সাথে।

সৌরভ বাবুর এই কঠিন বঙ্গীয় শব্দকোষের এমন শ্রুতিমধুর এবং সহজ প্রয়োগ অভিনব লাগে বরাবর। সমকালীন পাঠকের পড়তে বা বুঝতে তিলমাত্র কষ্ট হয়না - এ লেখকের দক্ষতার পরিচয়।

এই বইতে আরেকটি যেটা অত্যন্ত আকর্ষক তা হল লেখকের বিস্তৃত একটি ভূমিকা যেখানে তিনি বেশ চাঁচাছোলা ভাবেই কিছু ছিদ্রান্বেষণকারীর বক্তব্যের যুক্তিসহকারে খন্ডন করেছেন। এই অংশ অবশ্যপাঠ্য। তবে এখানেই লেখক তাঁর ভবিষ্যতপরিকল্পনার আভাস দিয়েছেন, যা পাঠকদের পক্ষে সুখকর হবেনা বোধহয়।

হার্ডবাউন্ড বইটির পরিবেশনা অত্যন্ত ঝকঝকে, মুদ্রণপ্রমাদহীন। প্রচ্ছদ বেশ সুন্দর। তবে লেখার মানকে ছোট না করেই বলছি, বইটির মূল্য তুলনামূলক বেশী মনে হয়েছে।

পাঠটি সর্বতভাবেই সুখকর ছিল বলাই যায়।

রিভিউটি লিখেছেনঃ Shaheb B

Post a Comment

0 Comments