বিষবৈদ্য
দেবজ্যোতি ভট্টাচার্য
ভট্টাচার্য মশাই এর লেখনি নিয়ে আর নতুন কিছু বলার নেই। যথারীতি অসাধারণ কাহিনী বিন্যাস, চরিত্র নির্মাণ। প্রায় সবকয়টি কাহিনী ই তৎকালীন প্রেক্ষাপট এর সাথে এত টাই মুন্সিয়ানার সঙ্গে মিলিয়ে শেষ করা হয়েছে যে কাহিনীর শেষে একটা ধন্ধ থেকেই যায়, যে যা পড়লাম তা কি সত্য ই কাহিনি মাত্র, নাকি তার কিছু সত্যতা ও আছে! প্রণম্য প্রেমেন্দ্র মিত্র মহাশয় এর কিছু প্রভাব রয়েছে কাহিনী গুলিতে। প্রধান চরিত্র শ্রী সনাতন বিষবৈদ্য মহাশয় এর সঙ্গে শ্রী মিত্র মহাশয়ের সৃষ্ট শ্রী ঘনশ্যাম দাস মহাশয়ের কিছু সাদৃশ্য যেন ধরা পড়ে।তবে তা একান্ত ই পাঠকের(মানে আমার) নিজস্ব চিন্তা। সব মিলিয়ে সবকয়টি কাহিনি অতি সুখপাঠ্য।
রিভিউটি লিখেছেনঃ Dodon
বিষবৈদ্য
দেবজ্যোতি ভট্টাচার্য্য
লেখার কোন জঁর এর মধ্যে যে একে অন্তর্ভুক্ত করবো, সেটা নিয়ে এখনো খানিকটা সন্দিহান। নিছক কল্পবিজ্ঞান, নাকি ঘনাদার মতনই একে কোনো নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে ফেলা একেবারেই সম্ভব নয়। গল্প বা উপন্যাসিকার বিস্তৃত বর্ণনা দিয়ে পড়ার মজাটা আগাম একেবারেই নষ্ট করতে চাইনা।
শুধু এইটুকু বলতে পারি এই বই আক্ষরিক অর্থেই "Unputdownable"।
এই বই আপনাকে মোহিত করবে, আশ্চর্য করবে এবং হয়তো বা আপনাকে আবারও আপনার কৈশোরের অমল একটা দুপুর বা বিকেল খানিকক্ষণের জন্য ফিরিয়ে দেবে।
তাই দেরি না করে আমার মতে এক্ষুনি পড়ে ফেলুন।
আমিও লেখকের অন্য লেখাগুলি পড়ার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছি।
রিভিউটি লিখেছেনঃ Tatx87
বিষবৈদ্য
লেখক : দেবজ্যোতি ভট্টাচার্য
কভিড -১৯ এর লকডাউন উঠে যাবার পর থেকেই রোজকার ব্যাস্ত জীবনে আর আগের মত বই পড়ে হওয়া উঠছে না। তাও তারই মাঝে যেটুকু সময় বের করা যায় তাতেই দেবজ্যোতি ভট্টাচার্য এর লেখা বিষবৈদ্য বইটি পড়ে ফেলাম।
এক কথায় গল্পঃ এর বইটি ভালো লাগলো। আরো অনেক কিছু আশা করেছিলাম। গল্পের বইটিতে কয়েকটি ছোটোগল্প আর একটি বড় গল্পঃ আছে। এছাড়াও এই চরিত্র টিকে নিয়ে কয়েকটি উপন্যাসও আছে । ওই গল্পঃ গুলি ভবিষ্যতে পরে দেখবার ইচ্ছা আছে।
আবার আসি গল্পের বইটি পড়ে কি কি ভালো লাগলো আর কি ভালো লাগলো সেই বিষয়ে। ভালো লাগবার জায়গা গুলির মধ্যে আছে এক গুচ্ছ বিষ আর তাদের প্রতিষেধক এর নাম। বিষ যে এত রকমের হতে পারে সেটা সম্পর্কের আমার ধারণা ছিল না। এই বিষয়ে লেখকে অসংখ্য ধন্যবাদ। আরো যদি তথ্য দিতেন তাহলে ভালো লাগতো।
আর একটা জিনিস ভালো লাগলো, লেখক কারেন্ট কিছু ঘটনা নিজের গল্পের প্লট নির্মাণে ব্যাবহার করেছেন।
আর খারাপ লাগবার জায়গা বলতে মনে হয়েছে কোথাও কথা যেন তাড়াহুড়ো করেছেন। আরো কিছু বর্ণনা , আরো কিছু ডিটেইলস থাকলে আরো ব্যাপারটা ভালো লাগতো। ওভারঅল ভালো বইটি। যাদের বিষ নিয়ে জানবার ইচ্ছা আছে তারা অবশ্যই পড়ে দেখবেন।
ধন্যবাদ। 🙏
রিভিউটি লিখেছেনঃ Soham Sengupta
বইয়ের নাম_ বিষ বৈদ্য
লেখক_ জয়ঢাক প্রকাশনী
পেজ সংখ্যা_ 144
জনরাঃ সায়েন্স ফিকশন, অ্যাডভেঞ্চার,থ্রিলার
বাংলা সাহিত্যের ইতিহাসে যে কয়জন প্রণাম্য সাহিত্যিক আছেন যারা সাইন্স ফিকশন অ্যাডভেঞ্চার লিখেছেন তাদের মধ্যে দেবজ্যোতি বাবু অন্যতম।
তার লেখা বিষ বৈদ্য চরিত্র টি এক কথায় অনবদ্য। তার এই চরিএ টির সাথে অনেক পাঠক আর এক অমর চরিত্র ঘনাদার মিল খুঁজে পান।
আর মজার কথা লেখক ও সে কথা অস্বীকার করেন নি।বস্তুত প্রথম দিকে এইই চরিত্র টি কিশোর পাঠক দের জন্য লেখা হলে ও পরের দিকে সব বয়সী পাঠকরা এই বৈদ্য মসাই কে ভালো বেসে ফেলে। ও তাদের আবদারে লেখক কে নিত্য নতুন অ্যাডভেঞ্চার লেখার জন্যে উৎসাহিত হন। ও তার এক এক অ্যাডভেঞ্চার পরে তার প্রেমে পড়ে যাই। মূলত বিষ বৈদ্য গল্প দিয়ে আনন্দমেলা তে প্রথম প্রকাশিত হয় তার পর সন্দেশ ,অরন্যমন,জয়ঢাক আনন্দ বাজার এই সব পত্রিকা টে প্রকাশিত হয় এই বই টার ব্যাপারে আলোচনা করা যাক এই বই টিতে আছে ৬ টি ছোট গল্পঃ (বিষবৈদ্য, উড়ন্ত মূত্যুর দেশে,কালিয়া, উথ্লেন,হরতালের ছোবল, জর্মুখেন্দ্র,) আর একটি উপন্যাসিকা (সিঙঘিকা অভিযান)
প্রতিটি গল্প শুরু হয় একটি ক্লাব এ কিছু অল্প বয়সী ছেলেরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে ও কথার এক পর্যায়ে নিতুর কাকা (সনাতন) বিষ বৈদ্য মসাই তাদের এক নিত্য নতুন অ্যাডভেঞ্চার কাহিনী সোনায়।সনাতন মশাই যেহেতু চিকিৎসক আর বিষ নিয়ে যেহেতু তার কারবার তাই প্রতিটি গল্পে বিষ নিয়ে শত্রুর সাথে তার মোকাবিলা আর শেষে বিষ দিয়ে সব সমস্যার সমাধান।বিষ বৈদ্য মশাই আর তার গুরু আদুরি মশাই নিয়ে বেশির ভাগ গল্পঃ তে ফিরে ফিরে আসে।অ্যাডভেঞ্চার গুলো যখন শুরু হয় তখন আমরা লেখক এর কাহিনী বুনন এ আমরা তার সাথে রহস্যে জড়িয়ে পড়ি।এখানে দেবজ্যোতি বাবুর লেখার জাদু।কাহিনীর শেষে আমরা বুঝতে পারিনা এটা কি সম্ভব। অসম্ভব কে সম্ভব করে দেওয়া হলো তার লেখার জাদু।পাঠক কে ভাবতে বাধ্য করে কাহিনী গুলি সত্য না এর মধৌ কিছু আংশিক সতর্কতা আছে।
এখানে তাই আলাদা করে গল্পের বিষয় বস্তু নিয়ে আলোচনা করলাম না। পাঠকদের তা পড়ার জন্য অনুরোধ করছি।
তাই পাঠকদেরকে কাছে আমার অনুরোধ যদি আপনারা বিষবৈদ্য পড়ে না থাকেন তাহলে আপনারা পড়ে দেখুন আপনাদের খুব ভালো লাগবে
রেটিং_ আমি ১০ এর মধ্যে ৯ দেবো
রিভিউটি লিখেছেনঃ Bapon Da
0 Comments
আপনার মতামত লিখুন।